SSC recruitment scam: পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত সুপ্রিম কোর্ট, 'যোগ্য'দের চাকরি ফিরছে? বিরাট সিদ্ধান্ত আদালতের!

Supreme Court-West Bengal SSC recruitment: সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছিল। স্কুলগুলিতে চলা অচলাবস্থার জেরে 'যোগ্য' শিক্ষকদের আপাতত চাকরিতে বহাল রাখার আবেদন জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।

Supreme Court-West Bengal SSC recruitment: সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছিল। স্কুলগুলিতে চলা অচলাবস্থার জেরে 'যোগ্য' শিক্ষকদের আপাতত চাকরিতে বহাল রাখার আবেদন জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme court hears petition of wbbse West Bengal SSC recruitment scam verdict,এসএসসি মামলার রায়দান,সুপ্রিম কোর্ট

WB SSC recruitment scam: 'যোগ্য'দের চাকরি ফেরানো নিয়ে কী জানাল সুপ্রিম কোর্ট?

West Bengal SSC recruitment scam news: অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নির্দিষ্ট করে যাঁদের 'দাগি' হিসেবে চিহ্নিত করা যায়নি কেবলমাত্র তাঁরাই আপাতত স্কুলে যেতে পারবেন। বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের আরও স্পষ্ট নির্দেশ, "আগামী ৩১ মে-র মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলবে। সেই নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে সরকারকে।" এদিন প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেছেন, "আমরা পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত। এই নির্দেশের ফলে বিশেষ কেউ কোনও সুবিধা পাবেন না।"

Advertisment

একসঙ্গে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে যাওয়ার জেরে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সংকট তৈরি হয়। সেই সংকট নিরসনে 'যোগ্য'দের যাতে আপাতত চাকরিতে বহাল রাখা যায় সেই আবেদন জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের সেই আবেদনে আপাতত খানিকটা সাড়া দিল সুপ্রিম কোর্ট।

স্কুল সার্ভিস কমিশন বা SSC-এর ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। একসঙ্গে এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছেন। একসঙ্গে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ার জেরে এ রাজ্যের জেলায় জেলায় স্কুলগুলিতে ব্যাপক সংকট তৈরি হয়। পড়ুয়াদের পঠন-পাঠনে চূড়ান্ত বিঘ্ন ঘটতে শুরু করেছে স্কুলে-স্কুলে। এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই সংকটের কথা তুলে ধরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: 'যোগ্য'দের চাকরি ফিরছে? রাজ্যের আবেদনে শেষমেশ বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

এক্ষেত্রে পর্ষদের যুক্তি ছিল, যাঁরা 'দাগি' বা 'অযোগ্য' হিসেবে এখনও চিহ্নিত হননি আপাতত তাঁদের চাকরিতে বহাল রাখা হোক। বৃহস্পতিবার পর্ষদের সেই আবেদনের শুনানি হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন, এখনও পর্যন্ত নির্দিষ্ট করে যাদের 'অযোগ্য' হিসেবে চিহ্নিত করা যায়নি কেবলমাত্র এমন শিক্ষক-শিক্ষিকারাই স্কুলে যেতে পারবেন। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষকদেরই স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। 

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এই খবর আগে পড়ুন! না হলে দুর্ভোগে পড়তে হতে পারে

একাংশের চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সাময়িক স্বস্তি দেওয়ার পাশাপাশি রাজ্যকেও রীতিমতো সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৩১ মে-র মধ্যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য বিজ্ঞপ্তি দিতে হবে। এই বিষয়টি নিয়ে সরকারকে ওই তারিখের মধ্যে আদালতকেও হলফনামা জমা দিয়ে বিস্তারিত জানাতে হবে।

আরও পড়ুন- Nandigram Incident: গরু পাচারে বাধা, নন্দীগ্রামে পুলিশের গাড়িচালককে পিষে মারার অভিযোগ

এই বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে SSC-এর গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য নয়া কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে চাকরি বাতিলের আগের সেই একই নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রেই নতুন এই নির্দেশ দেওয়া হয়েছে। 

supreme court Bengali News Today WB SSC Scam SSC Recruitment Case Verdict