IAS transfer:SIR ঘোষণার আগে বঙ্গ প্রশাসনে ঝড়! ১০ DM-সহ ৬৪ জন IAS অফিসারকে বদলি

administrative reshuffle:এসআইআর ঘোষণার আগে বড়সড় প্রশাসনিক রদবদল পশ্চিমবঙ্গে। নবান্নের নির্দেশে ১০ জন জেলাশাসকসহ মোট ৬৪ জন আইএএস অফিসার ও ৫ জন ডব্লুবিসিএস আধিকারিকের বদলি।

administrative reshuffle:এসআইআর ঘোষণার আগে বড়সড় প্রশাসনিক রদবদল পশ্চিমবঙ্গে। নবান্নের নির্দেশে ১০ জন জেলাশাসকসহ মোট ৬৪ জন আইএএস অফিসার ও ৫ জন ডব্লুবিসিএস আধিকারিকের বদলি।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal IAS transfer, 64 IAS officers reshuffle, DM transfer West Bengal, SIR announcement, administrative reshuffle Bengal, Nabanna order, district magistrate transfer, election 2026 West Bengal,পশ্চিমবঙ্গে আইএএস বদলি, প্রশাসনিক রদবদল, নবান্ন নির্দেশিকা, জেলাশাসক বদলি, ভোটের আগে বদলি, এসআইআর ঘোষণার আগে, পশ্চিমবঙ্গ প্রশাসন, ৬৪ আইএএস অফিসার বদলি

West Bengal IAS transfer: ১০ জন জেলাশাসকসহ মোট ৬৪ জন আইএএস অফিসার ও ৫ জন ডব্লুবিসিএস আধিকারিকের বদলির নির্দেশ।

DM transfer West Bengal:রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটল এসআইআর ঘোষণার প্রাক্কালে। নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বদলি করা হয়েছে মোট ৬৪ জন আইএএস অফিসারকে, যাঁদের মধ্যে রয়েছেন দশ জন জেলা শাসক। পাশাপাশি বদলি করা হয়েছে একাধিক এডিএম (ADM) ও এসডিও (SDO)-কেও। নবান্ন সূত্রে খবর, দীর্ঘদিন একই পদে কর্মরত আধিকারিকদের ক্ষেত্রেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisment

রাজ্যের প্রশাসনিক সূত্রের খবর, যাঁরা তিন বছরেরও বেশি সময় ধরে এক পদে দায়িত্বে ছিলেন, তাঁদের পরিবর্তন করা হয়েছে। নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের বেশি একই জেলায় দায়িত্বে থাকা আধিকারিকদের বদলি বাধ্যতামূলক। সেই সূত্র ধরেই এই ব্যাপক রদবদলের সিদ্ধান্ত।

আরও পড়ুন- Suvendu-Kalyan:“সবচেয়ে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ শুভেন্দু”, বিস্ফোরক কল্যাণ, কড়া জবাব বিরোধী দলনেতার

Advertisment

বদলি হওয়া জেলা শাসকদের মধ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, কোচবিহার ও দার্জিলিং জেলার জেলা শাসকরা। পাশাপাশি বদলি করা হয়েছে একাধিক বিভাগীয় আধিকারিককেও। শুধু তাই নয়, পাঁচজন ডব্লুবিসিএস (WBCS) আধিকারিককেও দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন- Humayun Kabir:বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ গড়বেন হুমায়ুন কবীর, সৌদি থেকে আনছেন ইমাম

এই প্রশাসনিক পদক্ষেপকে অনেকেই আসন্ন SIR বা ভোট প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে দেখছেন। আজ বিকেলেই এসআইআর-এর দিনক্ষণ ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার আগেই নবান্নের তরফে এত বড় পরিসরে বদলিকে রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। বিশেষত ভোটের আগে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মত বিশেষজ্ঞ মহলের।

আরও পড়ুন- West Bengal News Live Updates: হাতকড়া পরিয়ে ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প, ফের অমানবিক মার্কিন প্রেসিডেন্ট

এক শীর্ষ প্রশাসনিক আধিকারিকের কথায়, “এই বদলির মূল কারণ প্রশাসনিক ভারসাম্য রক্ষা করা। রাজ্যের নানা গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের অভিজ্ঞতা ও সক্ষমতার ভিত্তিতেই নতুনভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে।”

আরও পড়ুন- Cyclone Montha: ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘মন্থা, রাজ্যে রাজ্যে হাই অ্যালার্ট, নামকরণ করল কোন দেশ?

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, এই বদলির প্রক্রিয়া এখানেই শেষ নয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অন্য আরও দপ্তরে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত রাজ্য প্রশাসনের এই পদক্ষেপে স্পষ্ট—এসআইআর ঘোষণার আগেই রাজ্য সরকার প্রস্তুতি শুরু করে দিয়েছে সর্বস্তরে।

SIR west bengal latest news IAS transfer DM transfer