Sayan Lahiri-Supreme Court: আবারও সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীর জামিনের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে রাজ্যের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত। সায়ন লাহিড়ীর জামিন মঞ্জুর হওয়াই উচিত, কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে এদিন সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছিল শহর কলকাতা ও হাওড়ার বিভিন্ন অংশ। সেই অভিযানকে কেন্দ্র করে চলা সংঘর্ষ-ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনায় ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে পুলিশ গ্রেফতার করেছিল। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্ট জামিন দেয় সায়নকে। বিচারপতি অমৃতা সিনহা সায়নের গ্রেফতারিতে কলকাতা পুলিশের ভূমিকারও কড়া সমালোচনা করেন। সায়নের বিরুদ্ধে একাধিক ধারায় সেই সময় মামলা রুজু করেছিল পুলিশ।
তবে সায়ন লাহিড়ীর জামিনের বিরোধিতা করে এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সোমবার শীর্ষ আদালতে সেই মামলার শুনানি ছিল। তবে এদিন বড়সড় অস্বস্তিতে পড়ল রাজ্য। সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদনে কানই পাতলা না। বরং সায়ন লাহিড়ীর জামিন হওয়াই উচিত বলে জানিয়ে দিলেন সর্বোচ্চ আদালতের বিচারপতি। কলকাতা হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিচারপতি পাদরিওয়ালা বলেন, "ওই ছাত্রনেতার জামিন মঞ্জুর হওয়াই উচিত। এই বিষয়টি নিয়ে কোনও সন্দেহ নেই। "
আরও পড়ুন- বিরাট দুঃসংবাদে হৃদয় ছারখার তৃণমূলের তারকা সাংসদের! পাশে দাঁড়ালেন মমতা
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও উত্তাল পরিস্থিতি গোটা রাজ্যে। প্রায় প্রতিদিন শহর কলকাতার পাশাপাশি জেলায়-জেলায় প্রতিবাদ কর্মসূচি চলছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদেই কয়েকদিন আগে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ।
আরও পড়ুন- কলকাতা মেট্রোয় এ যেন সোনার ইতিহাস! নজিরবিহীন কীর্তির শিখরে বাঙালির গর্বের পাতালরেল
সেই ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক সায়ন লাহিড়ী। তবে রাজ্যের অভিযোগ, ছাত্র সমাজের আড়ালে অন্য কোনও পক্ষেরও মদত ছিল নবান্ন অভিযানে। পরিকল্পিতভাবে নবান্ন অভিযানের নামে সেদিন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ তোলে রাজ্যের শাসকদল তৃণমূল।