Advertisment

TMC leader's threat:'মা-বোনেদের বিকৃত ছবি বাড়ির দেওয়ালে টাঙাব', RG Kar ইস্যুতে মারাত্মক হুমকি তৃণমূল নেতার

RG Kar Incident: আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের দিকে দিকে আন্দোলন-বিক্ষোভ জারি রয়েছে। জেলায় জেলায় আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। অল্পবয়সী থেকে শুরু করে মাঝবয়সী এমনকী বয়স্করাও তরুণীর নৃশংস মৃত্যুর প্রতিবাদে বিচারের দাবিতে সুর চড়াচ্ছে ফি দিন।

Joyprakash Das এবং Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
Ashokenagar Tmc leader Atish Sarkar threatens RG kar protestors, আরজি কর, প্রতিবাদ, তৃণমূল নেতা অতীশ সরকার

আরজি কর কাণ্ডের প্রতিবাদে দিকে-দিকে বিক্ষোভ-আন্দোলন জারি।

RG Kar Protest-TMC leader's threat: আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রায় প্রতিদিন রাজ্যের কোনায় কোনায় মিছিল-আন্দোলন-বিক্ষোভ কর্মসূচি জারি রয়েছে। দিকে দিকে আরও চড়া হচ্ছে প্রতিবাদের স্বর। ঠিক এই আবহে এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল-বিক্ষোভে অংশ নেওয়া মানুষজনদের উদ্দেশ্য করে মারাত্মক হুমকি-হুঁশিয়ারি উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল নেতার। ভাইরাল হওয়া একটি ভিডিও-য় এই মন্তব্য শোনা গিয়েছে তৃণমূল নেতার গলায়। যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। অশোকনগরের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অতীশ সরকারের এমন হুঁশিয়ারিতে বিতর্কের সুনামি বয়ে গেছে। সমাজের বিভিন্ন মহল প্রতিবাদে গর্জে উঠেছে।

Advertisment

ঠিক কী বলেছেন ওই তৃণমূল নেতা?

"মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে প্রতিদিন গালাগালি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোঁস করতেই। আমরা যদি ফোঁস করে আগামিকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মা-বোনকে কুৎসা সাজিয়ে টাঙিয়ে দিয়ে আসি, দরজা খুলেও ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এটা দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেই দিন সামনে আসছে।"

এখানেই থামেননি ওই তৃণমূল নেতা। তিনি আরও বলেন, "যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালাগালি করছেন, কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় আপনার মা-বোনকে বিকৃত ছবি করে টাঙিয়ে দিয়ে আসব, শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম। সাবধান হয়ে যান। তৃণমূল ধৈর্য্য নিয়ে বসে আছে। আমরা যদি সকাল-সন্ধে পাড়ায়-পাড়ায় একটু ফোঁস করি তাহলে বাড়ি থেকে বেরোতে পারবেন তো?" 

অশোকনগরের এই তৃণমূল নেতা অতীশ ওরফে ঝুঙ্কু সরকারের স্ত্রী এলাকারই শাসকদলের একজন কাউন্সিলর। অতীশও আগে কাউন্সিলর ছিলেন। তবে এখন তাঁর স্ত্রী সেই দায়িত্ব সামলাচ্ছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের দিকে দিকে চলছে আন্দোলন-বিক্ষোভ। এই আবহে এক তৃণমূল নেতার এমন হুঁশিয়ারিতে তোলপাড় পড়ে গিয়েছে। সমাজের বিভিন্ন মহল থেকে আরও জোরালো হচ্ছে প্রতিবাদের স্বর।

আরও পড়ুন- RG Kar Protest: ফুৎকারে উড়ল তৃণমূল বিধায়কের 'হুঁশিয়ারি'! আরজি কর কাণ্ডের প্রতিবাদে জনস্রোত

এই ভিডিও-টি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের TMC নেতার হাড়হিম হুমকি। অতীশ সরকার ওরফে ঝঙ্কু অশোকনগর কল্যানগর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর | বর্তমানে অতীশ সরকারের স্ত্রী টুম্পা সরকার বর্তমান কাউন্সিলর। তৃণমূলের পাড়ায় পাড়ায় প্রতিবাদ কর্মসূচিতে অশোকনগরে এই ধরনের মন্তব্য করেছেন অতীশ সরকার। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন একটু তো ফোঁস করতে। মা বোনেদের বিকৃত ছবি বাড়ির দরজায় লাগিয়ে দেব" | TMC culture...ভাবছি পেছনে বসে থাকা মা বোনদের কথা? ধিক্কার, একে immediately arrest করার দাবি জানাই।"

আরও পড়ুন- RG Kar Incident: হঠাৎ আরজি করের নির্যাতিতার পরিবারকে ফোন কুণালের, কী কথা হল?

আরও পড়ুন- Kolkata Metro: কলকাতা মেট্রোয় এ যেন সোনার ইতিহাস! নজিরবিহীন কীর্তির শিখরে বাঙালির গর্বের পাতালরেল

অশোকনগরের তৃণমূল নেতার এহেন হুমকি নিয়ে মুখ খুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। বারাসত BJP সাংগঠনি জেলা সম্পাদক শ্যামলেন্দু দে বলেন, "আসলে বিনাশকালে বুদ্ধিনাশ। তৃণমূল সরকারের পতন হবে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এগুলো নেতা নয়, এগুলো মস্তান। মমতা সরকারের ঠ্যাঙাড়ে বাহিনীর সদস্য এরা। এই করে এরা টিকে থাকার চেষ্টা করছে। যে যেমন কুরুচিকর মানুষ তার মুখ থেকে তেমনই কথা বেরোবে। এমন কুরুচিকর মন্তব্য প্রকাশ্যে করলেও এখনও তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিল না। আসলে যে যত কু-কথা বলবে সে তত দিদির কাছের মানুষ।" শেষমেশ ওই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এই নেতাকে এক বছরের জন্য় সাসপেন্ড করেছে। 

আরও পড়ুন- Weather Update: রোদ ঝলমলে আকাশ দিয়ে সপ্তাহের শুরু, দিন কয়েকেই ফের বিরাট বদল আবহাওয়ায়?

RG Kar Medical College protest tmc
Advertisment