Advertisment

TMC MP: বিরাট দুঃসংবাদে হৃদয় ছারখার তৃণমূলের তারকা সাংসদের! পাশে দাঁড়ালেন মমতা

দলের এই অন্যতম তারকা সাংসদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এবং তাঁর পরিবারের বাকি সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলনেত্রী।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Tmc MP Kirti Azad's wife passed away, কীর্তি আজাদের স্ত্রী প্রয়াত, মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

TMC MP: বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ-ক্রিকেটার কীর্তি আজাদের স্ত্রী প্রয়াত হয়েছেন। গত কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁরই মৃত্যু হয়েছে। দলীয় সাংসদের স্ত্রীর প্রয়াণে শোকাহত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডলে কীর্তি আজাদের স্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। কীর্তি আজাদ ও তাঁর পরিবারের বাকি সদস্যদের প্রতি সমবদেনা জানিয়েছেন তৃণমূলনেত্রী। 

Advertisment

মুখ্যমন্ত্রীর শোকবার্তা:

"আমাদের সাংসদ এবং বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার কীর্তি আজাদের স্ত্রী পুনম ঝা আজাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জেনে দুঃখিত। আমি পুনমকে অনেকদিন ধরে চিনি। আমি আরও জানতাম যে তিনি গত কয়েক বছর ধরে গুরুতর অসুস্থ ছিলেন। কীর্তি এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাঁদের যথাসাধ্য চেষ্টা করেছিল এবং তাঁর শেষ লড়াইয়ে সবসময় তাঁর পাশে ছিল। কীর্তি এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর আত্মা শান্তিতে থাকুক।"

উল্লেখ্য, চলতি বছরের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে ১৯৮৪ বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অন্যতম সদস্য কীর্তি আজাদকে প্রার্থী করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কীর্তি আজাদের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছিল দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

আরও পড়ুন- TMC leader's threat:'মা-বোনেদের বিকৃত ছবি বাড়ির দেওয়ালে টাঙাব', RG Kar ইস্যুতে মারাত্মক হুমকি তৃণমূল নেতার

আরও পড়ুন- RG Kar Protest: ফুৎকারে উড়ল তৃণমূল বিধায়কের 'হুঁশিয়ারি'! আরজি কর কাণ্ডের প্রতিবাদে জনস্রোত

শুরু থেকেই কীর্তি আজাদের বিরুদ্ধে 'বহিরাগত' তত্ত্ব খাড়া করে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছিল বিজেপি। তবে ভোটের লড়াইয়ে শেস হাসি হেসেছিলেন কীর্তিই। দিলীপ ঘোষকে হারিয়ে তিনিই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন।  

আরও পড়ুন- RG Kar Incident: হঠাৎ আরজি করের নির্যাতিতার পরিবারকে ফোন কুণালের, কী কথা হল?

TMC MP Kirti Azad mamata
Advertisment