/indian-express-bangla/media/media_files/2025/04/14/ZkxOY1cqRLJyXHwdwaZW.jpg)
Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Suvendu Adhikari suspended:আবারও বিধানসভা থেকে সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খোলার প্রসঙ্গটি উঠতেই শাসকদলের বিধায়করা প্রবল প্রতিবাদে সোচ্চার হন। সেনাবাহিনীর পক্ষে বলতে শুরু করেন শুভেন্দু অধিকারীরা। দু'পক্ষের বিধায়কদের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়ে যায়। এরপরেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মঙ্গলবারের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেছেন।
উল্লেখ্য, গতকাল মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে ফেলে সেনাবাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ অন্যান্যরা। মেয়ো রোডে দাঁড়িয়েই সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদগার শুরু করেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে তিনি নিশানা করেন কেন্দ্রের শাসকদল BJP-কেও।
এই বিষয়টি আজ বিধানসভায় উঠতেই তুমুল উত্তেজনা তৈরি হয়। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, "গতকাল সেনাবাহিনী যেভাবে বাংলা ভাষার মঞ্চ ভেঙে দিয়েছে সেটা ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান আর্মি যেভাবে খুন করেছিল তার মতোই।" ব্রাত্য বসুর পাশাপাশি ফিরহাদ হাকিম সহ তৃণমূলের অন্য বিধায়করাও সেনার পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হন। প্রবল প্রতিবাদে শেষমেষ অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করে বেরিয়ে যান BJP বিধায়করা।
এরপরেই মঙ্গলবারের জন্য বিধানসভার বিশেষ অধিবেশন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিকে, সাসপেন্ড হওয়ার পরেই বিধানসভার বাইরে বেরিয়ে শুভেন্দু অধিকারী তুলোধোনা করেছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন, "সেনার হয়ে কথা বলার জন্য আমাকে সাসপেন্ড হতে হয়েছে, আমি গর্বিত। দেশের সেনাবাহিনীর জন্য আমি গর্ব অনুভব করি। পাকিস্তানের দালাল তৃণমূল।"