/indian-express-bangla/media/media_files/2025/02/28/YZ4EcnXblgXKtnBd5rh7.jpg)
বিস্ফোরক দাবিতে রাজ্য-রাজনীতি কাঁপিয়ে দিলেন শুভেন্দু
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গকে এখন পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। হিন্দুরা শান্তিতে তাদের নিজেদের ধর্মটুকুও পালন করতে পারছেন না। বিস্ফোরক দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, "উলুবেড়িয়া উওর বিধানসভার ১নং মণ্ডল-এর ছোটোমহড়া গ্রামের পশ্চিম পাড়া করলীতলার কালী পুজোয় হঠাৎ করে আমতা থানা থেকে এক গাড়ি পুলিশ এসে একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে এলাকার ছেলেদের অমানুষিকভাবে মারধর করে। বেশ পুলিশের মারে গুরুতর জখম হয়। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে থানার আইসি অমলেন্দু দাস বেপরোয়া ভাবে একটা ছেলের উপর লাঠিচার্জ করছেন এবং লাঠিটা তার মুখে ঢুকিয়ে দিয়েছেন। পরবর্তীকালে আমতা থানার ওসি মফিজুল আলম এসে কেসটাকে ধামাচাপ দেবার চেষ্টা করে।
আরও পড়ুন- সংঘর্ষ বিরতি উধাও! একদিনে ১৫৩ টন বোমাবর্ষণ করল ইজরায়েল, শক্তিতে চমকে বিশ্ব
ঘটনা :- ১
— Suvendu Adhikari (@SuvenduWB) October 21, 2025
কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার শালবাড়ি- ১নং অঞ্চলের অন্তর্গত বাঁশরাজা ব্রিজের পাড় কালী মন্দিরে বিনা প্ররোচনায় অতর্কিতভাবে একদল জেহাদি আক্রমণ করে, পুজো কমিটির সদস্যরা বাধা দিতে গেলে পুজো কমিটির সদস্যদের উপর চড়াও হয় জেহাদির দল।
ঘটনা :- ২
উলুবেড়িয়া উওর… pic.twitter.com/voRa7ZXAmr
শুভেন্দু অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গকে এখন পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। হিন্দুরা শান্তিতে তাদের নিজেদের ধর্মটুকুও পালন করতে পারছেন না। যে কোনো পুজো অনুষ্ঠানে হয় জেহাদি হামলা, নয় পুলিশি অত্যাচার এটাই এখন পশ্চিমবঙ্গের ছবি। এরাজ্যে সরস্বতী পুজো থেকে দুর্গাপূজো বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এই সব কিছুই ঘটছে শাসকের অঙ্গুলিহেলনে। শাসকের ভোটব্যাংকের রাজনীতি, তোষণের রাজনীতির কারণে। হিন্দুদের বাঁচার এখন একটাই উপায়, এই সরকারটিকে গণতান্ত্রিক উপায়ে বিদায় জানানো, নচেৎ আগামীদিন হিন্দুদের জন্যে ভয়ঙ্কর হতে চলেছে"।
আরও পড়ুন- তৃণমূলের প্রবল আপত্তি উড়িয়ে বাংলায় কার্যকর হওয়ার পথে SIR, দিল্লিতে জরুরি বৈঠকে কমিশন
পাশাপাশি কালী মন্দিরে বিনা প্ররোচনায় অতর্কিতে জেহাদি হামলার অভিযোগেও সরব হয়েছেন বিরোধী দলনেতা। তিনি একটি ফেসবুক পোস্টে দাবি করেছেন, "কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার শালবাড়ি- ১নং অঞ্চলের অন্তর্গত বাঁশরাজা ব্রিজের পাড় কালী মন্দিরে বিনা প্ররোচনায় অতর্কিতভাবে একদল জেহাদি আক্রমণ করে, পুজো কমিটির সদস্যরা বাধা দিতে গেলে পুজো কমিটির সদস্যদের উপর চড়াও হয় জেহাদির দল"। শুভেন্দুর এই পোস্ট ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি।
আরও পড়ুন- ভারতের কাছে মাথা নত করল ট্রাম্প? মোদী ম্যাজিকেই কুপোকাত মার্কিন প্রেসিডেন্ট!
উল্লেখ্য, হাসিনা সরকারের আমলেও গত কয়েক বছর ধরেই বাংলাদেশে দুর্গা প্রতিমা-সহ অন্য দেব দেবীর প্রতিমা ভাঙচুরের একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। বর্তমানে ইউনূস সরকারের আমলে সেই ঘটনা আগের থেকে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এর আগে বাংলাদেশে মূর্তি ভাঙার ঘটনা নিয়েও সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এবার তাঁর দাবি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। রাজ্য সরকার ৩০ শতাংশ ভোট নিশ্চিত করার জন্য এই সব দেখেও চোখ বন্ধ করে রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us