Suvendu Adhikari has complained of corruption regarding installation of CCTV in govt hospitals: চোখ কপালে তোলার মতো অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার রাজ্যের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিটিভি ক্যামেরা বসানোর বিপুল খরচ নিয়ে বিস্ফোরক অভিযোগ BJP নেতার। এক্স হ্যান্ডলে রাজ্যের দুটি সরকারি হাসপাতালে সিসিটিভি বসানোর খরচের উল্লেখ করে শাসকদল তৃণমূলকে আবারও তুলোধনা করেছেন বিরোধী দলনেতা।
আরজি কর (RG Kar) মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন নিয়ে উত্তাল পরিস্থিতি হয় রাজ্যজুড়ে। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো চলছে। সেই ব্যবস্থারই অঙ্গ হিসেব 'রাতের সাথী' প্রকল্পের আওতায় হাসপাতালগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। এই সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য টেন্ডারের দরপত্র নিয়ে সরব বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী, এক্স হ্যান্ডেলে কী লিখেছেন?
ঝাড়গ্রাম সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল:
১৯৫টি সিসিটিভি বসানো হবে।
মোট খরচ- ৩ কোটি ২২ লক্ষ ৫২ হাজার ৯২৩ টাকা।
প্রতিটি ক্যামেরার জন্য খরচ-১ লক্ষ ৬৫ হাজার ৪০০ টাকা।
প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরামবাগ:
৫০টি সিসিটিভি বসানো হবে।
মোট খরচ-১ কোটি ৭৫ লক্ষ ৯৮ হাজার ৭৩৯ টাকা।
প্রতি ক্যামেরার খরচ- ৩ লক্ষ ৫১ হাজার ৯৭৪ টাকা।"
আরও পড়ুন- Mithun Chakraborty Death Threat: সলমন-শাহরুখের পর এবার মিঠুন, পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি 'মহাগুরু'কে
আরও পড়ুন- Suvendu Adhikari: বিরাট বিপাকে শুভেন্দু! ৬ কেন্দ্রে উপনির্বাচনের ঠিক মুখে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
আরও পড়ুন- Digha: দিঘায় সমুদ্র-স্নানের আনন্দ বেড়েছে কয়েকগুণ! তুমুল উৎসাহ পর্যটকদের, জানলে দৌড়োবেন আপনিও!
এক্স হ্যান্ডলে এই পরিসংখ্যান পেশ করে ফের একবার তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও লিখেছেন, "আশ্চর্যজনক, অবিশ্বাস্য এবং একেবারে নির্লজ্জ। সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতির প্রতীক, কিন্তু এবার তারা নিজেদেরকেও ছাড়িয়ে গিয়েছে।"