Advertisment

Suvendu Adhikari: বিরাট বিপাকে শুভেন্দু! ৬ কেন্দ্রে উপনির্বাচনের ঠিক মুখে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

Suvendu Adhikari: সামনেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Adhikari, BJP

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

TMC's complaint to Election Commission against Suvendu Adhikari: সামনেই রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন (Assembly By-Election)। তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করে ময়দানে তৃণমূল। নন্দীগ্রামের BJP বিধায়কের বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ রাজ্যের শাসকদল তৃণমূল।

Advertisment

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঘৃণামূলক মন্তব্যের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের প্রতিনিধি দলের। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন কুণাল ঘোষ, শশী পাঁজা, জয়প্রকাশ মজুমদাররা।  

উল্লেখ্য গত ৯ নভেম্বর বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রচার সভায় তাঁর কয়েকটি মন্তব্য নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল। বাংলাদেশের পরিস্থিতির কথা বলে এরাজ্যে ভিত্তিহীন প্রচার করছেন শুভেন্দু অধিকারী, তাঁর বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে বল মনে করছে তৃণমূল। সেই কারণেই তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসকদল।

আরও পড়ুন- Abhishek Banerjee: সাধারণ মানুষের সুবিধার্থে বাম্পার প্ল্যান অভিষেকের! ডায়মন্ড হারবার কী ঘটতে চলেছে জানেন?

আরও পড়ুন- Digha: দিঘায় সমুদ্র-স্নানের আনন্দ বেড়েছে কয়েকগুণ! তুমুল উৎসাহ পর্যটকদের, জানলে দৌড়োবেন আপনিও!

কমিশনে চিঠিতে কী নালিশ তৃণমূলের?

"তালডাংরার সভায় গিয়ে গত ৯ নভেম্বর শুভেন্দু অধিকারী হিংসাত্মক এবং সাম্প্রদায়িক কিছু মন্তব্য করেছিলেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। আমাদের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে আক্রমণ করেছে। প্রতিবেশী দেশ বাংলাদেশের বিরুদ্ধেও কথা বলেছেন তিনি।"

আরও পড়ুন- Snake: পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম! বিষধর এই সাপের খোঁজ বাংলাতেও, কোথায় জানেন?

আরও পড়ুন- West Bengal Weather Update: অপেক্ষার অবসান আর দিন কয়েকেই? শীত নিয়ে সাড়া জাগানো আপডেট এখনই জানুন

Suvendu Adhikari election commission bjp tmc
Advertisment