Advertisment

Digha: দিঘায় সমুদ্র-স্নানের আনন্দ বেড়েছে কয়েকগুণ! তুমুল উৎসাহ পর্যটকদের, জানলে দৌড়োবেন আপনিও!

Digha Trip: শীত পড়তে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে। তবে তার আগেই রাজ্যের সৈকতনগরীতে পর্যটকদের ভিড় বাড়ছে। পর্যটনের ভরা মরশুমে দিঘায় এবার পর্যটকদের ভিড় বিপুলভাবে বাড়বে বলে আশাবাদী এলাকার ব্যবসায়ীরা।

author-image
Nilotpal Sil
New Update
Kolkata to Digha,Digha,কলকাতা থেকে দিঘা, দিঘা

Digha: দিঘার সমুদ্র সৈকত।

Digha: পুরোদমে শীত পড়তে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে। এরই মধ্যে রাজ্যের সৈকতনগরী দিঘা (Digha) পর্যটকদের বিপুল ভিড়ে কানায় কানায় পূর্ণ। মনোরম পরিবেশে দারুণ আবহাওয়ায় দেদার আনন্দে দিঘায় সমুদ্র স্নানে মজেছে পর্যটকের দল। ওল্ড দিঘা (Old Digha), নিউ দিঘা (New Digha) ছাড়াও এখন দিঘায় গিয়ে পর্যটকদের একাংশ ভিড় জমাচ্ছেন অপূর্ব এই সি-বিচেও। 

Advertisment

ভ্রমণপ্রিয় বাঙালির বরাবরের অন্যতম সেরা পছন্দের জায়গা সৈকতনগরী দিঘা। বছরভর দিঘায় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। শীত পড়তে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে। তবে ঠাণ্ডার আমেজ ইতিমধ্যেই মিলতে শুরু করেছে। এই আবহে ঠিক দিঘায় বেশ ভিড় পর্যটকদের। ওল্ড দিঘা এবং নিউ দিঘার সমুদ্র সৈকত কানায় কানায় পূর্ণ।

ওল্ড দিঘা ও নিউ দিঘা ছাড়াও এবার কাছেই ব্যারিস্টার কলোনি সমুদ্র সৈকতও সুপারডুপার হিট। ওল্ড দিঘা ও নিউ দিঘা সমুদ্র সৈকতের বেশ খানিকটা জায়গায় বোল্ডার ফেলা হয়েছে। সমুদ্রে ভাহন রোধেই এই বোল্ডার ফেলেছে প্রশাসন। তকারই জেরে সমুদ্র স্নানে নেমে বেশ বেগ পেতে হচ্ছে পর্যটকদের।

আরও পড়ুন- Chandannagar Incident: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় চরম অঘটন! তরুণীর মর্মান্তিক পরিণতির নেপথ্যের ঘটনায় তাজ্জব হবেন!

আরও পড়ুন- Snake: পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম! বিষধর এই সাপের খোঁজ বাংলাতেও, কোথায় জানেন?

ছোটখাটো দুর্ঘটনাও বাড়ছে। তবে কাছের এই ব্যারিস্টার কলোনি সমুদ্র সৈকতে কংক্রিটের বোল্ডারের বালাই নেই। এর পুরোটাই বালিতে ঢাকা। সেই কারণে পর্যটকদের একটি বড় অংশ এবার দিঘার এই সি বিচেও ভিড় জমাচ্ছেন।

আরও পড়ুন- Chandannagar Jagadhatri Puja: নবমীর রাতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় অবাক কাণ্ড! এমন ঘটনায় তাজ্জব দর্শনার্থীরা

এদিকে, শীতের আগেই দিঘায় পর্যটকদের এমন ভিড় দেখে স্বভাবতই উচ্ছ্বসিত এলাকার হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে অন্য ব্যবসায়ীরা। শীত পুরোদমে পড়লে দিঘায় পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশাবাদী তাঁরা। সামনের ডিসেম্বরেই ক্রিসমাসের টানা ছুটি। এই বছর ডিসেম্বর মাসের শেষে ও নতু বছরের শুরুর দিকে দিঘায় পর্যটকদের বিপুল সমাগম হবে বলে মনে করা হচ্ছে। 

Digha Digha Tourism travel Tourists in Digha
Advertisment