Suvendu Adhikari: 'দাবিয়ে রেখেছে সরকার, শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার', মোথাবাড়িতে বললেন শুভেন্দু

Suvendu Adhikari visits Mothabari: কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে মালদহের মোথাবাড়িতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা।

Suvendu Adhikari visits Mothabari: কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে মালদহের মোথাবাড়িতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা।

author-image
Madhumita Dey
New Update
Suvendu Adhikari visits Mothabari and talks to victims of communal clashes,মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari visits Mothabari: মোথাবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari visits Mothabari and talks to victims of communal clashes: কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে অবশেষে মোথাবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ২৮ মার্চ মালদহের মোথাবাড়িতে দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের ঘটনা ঘটে। সেই অশান্তির জেরে এলাকার বেশ কিছু দোকানপাট, বাড়ি-ঘরে চলে বেপরোয়া ভাঙচুর-আগুন। আগেই মোথাবাড়িতে যেতে চেয়েছিলেন বিরোধী দলনেতা। তবে পুলিশ অনুমতি দেয়নি। শেষমেশ মোথাবাড়িতে যেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের BJP বিধায়ক। 

Advertisment

শুক্রবার মোথাবাড়িতে 'আক্রান্ত' বেশ কয়েকটি পরিবারের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী। কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক অনুদানও তুলে দিয়েছেন তিনি। এদিন মোথাবাড়িতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "মানুষকে দাবিয়ে রেখেছে সরকার। NIA-CBI তদন্তের দাবি করছি। অনেক লড়াই করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলাম। তিনবার আমি চেষ্টা করেছি ঢোকার, আমাকে ঢুকতে দেয়নি। ৬ জন ক্ষতিগ্রস্তকে নিয়ে আইনি লড়াই করছি। দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। মোথাবাড়িতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার।"

মালদহের মোথাবাড়িতে 'রামনবমী'র প্রস্তুতিমূলক একটি মিছিল স্থানীয় একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। কয়েকজনের অভিযোগ ছিল, মসজিদের পাশ দিয়ে ওই মিছিলটি যাওয়ার সময় আতশবাজি ছোঁড়া হয়। সেই অভিযোগকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

আরও পড়ুন- West Bengal News Live: চাকরি বাঁচাতে রাস্তাই পথ, SSC ভবন অভিযানে চাকরিহারারা

Advertisment

শুরু হয় রাস্তা অবরোধ। পুলিশ সেই অবরোধ তুলতে গেলে তুমুল অশান্তি ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়ি ভাঙচুর হয়, চলে ইট-বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। 

আরও পড়ুন- Razzak Molla Demise: প্রয়াত রেজ্জাক মোল্লা, ফিরে দেখা 'চাষার ব্যাটা'-র বর্ণময় রাজনৈতিক জীবন...

টানা কয়েকদিনের অশান্তির পর শেষমেষ অত্যন্ত দক্ষতার সঙ্গে মোথাবাড়ির অশান্তির পরিবেশ নিয়ন্ত্রণে আনে পুলিশ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মাইকিং করে এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আবেদন করা হয় পুলিশের তরফে। তবে পরবর্তী সময়ে দুই পক্ষই শান্তি বজায় রাখে। মোথাবাড়িতে শান্তি ফেরে।

আরও পড়ুন- SSC Recruitment Case: 'একদিন জেলে যেতেই হবে', SSC-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে চরম বার্তা দিলীপের!

news in west bengal Bengali News Today Malda Maldah Suvendu Adhikari