Tejashwi Yadav:ভোটার তালিকায় নাম নেই খোদ বিরোধী দলনেতার! তোলপাড় ফেলা অভিযোগে উত্তাল রাজ্য-রাজনীতি

Bihar voter list:নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন যে বিহারে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে, যা একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ।

Bihar voter list:নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন যে বিহারে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে, যা একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Bihar draft voter list 2025, ECI SIR exercise Bihar, Claims and objections voter roll, Bihar Assembly polls 2025, voter name deletion Bihar, electoral roll update, Bihar CEO, final voter roll Bihar election

রাজ্য রাজনীতিতে ঝড়

Bihar voter list: উত্তাল রাজ্য রাজনীতি। ভোটার তালিকা থেকে তেজস্বী যাদবের নাম বাদ, নির্বাচন কমিশনকে তুলোধোনা লালু পুত্রের। 

Advertisment

'আমি শুনেছি ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না...'! কীসের ভিত্তিতে এই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট?

তেজস্বী যাদবের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে উত্তাল বিহারের রাজনীতি। পাটনায় এক সাংবাদিক বৈঠকে তেজস্বী নিজেই জানিয়েছেন, তিনি অনলাইনে তাঁর ভোটার EPIC নম্বর যাচাই করতে গিয়ে দেখেন, “No record found” লেখা আসছে।তিনি বলেন, ‘‘আমার বাড়িতে BLO এসে যাচাই করেছিলেন। তবুও আমার নাম তালিকা থেকে বাদ পড়ল কীভাবে? যদি আমার নাম না থাকে, আমি নির্বাচনেই বা দাঁড়াবো কীভাবে?’’ তেজস্বী যাদব এই ঘটনাকে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমার মতো একজন বিরোধী নেতা ভোটার তালিকায় না থাকলে, সাধারণ মানুষের নাম কীভাবে থাকবে?”

Advertisment

মমতার নয়া প্রকল্প 'পাড়া সমাধানে' উৎসাহই নেই! বাড়ি-বাড়ি গিয়ে লোক ডাকলেন SDO

বিহারে চলমান ভোটার তালিকা সংশোধনী বিতর্কের মাঝেই বিরোধী দলনেতা তেজস্বী যাদবের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে উত্তাল বিহারের রাজনীতি। এরপর তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন যে বিহারে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে, যা একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ।

বিহারের রাজনীতিতে নতুন করে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। বিরোধী দলনেতা তেজস্বী যাদব দাবি করেছেন যে ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। শনিবার পাটনায় এক সংবাদ সম্মেলনে তিনি এই চাঞ্চল্যকর তথ্য দেন। এই ঘটনা বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে চলমান বিতর্ককে আরও উস্কে দিয়েছে। তিনি বলেছেন, "যখন আমার নামই থাকবে না, তখন আমি কীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব?"

ট্রাম্পের ‘মৃত অর্থনীতি’র মন্তব্যে জবাব মোদীর, 'আগুনে হুঙ্কারে' মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি নিশানা

তেজস্বী যাদব সংবাদ সম্মেলনে তার ভোটার আইডি কার্ড দেখান এবং যখন তিনি অনলাইনে তার EPIC নম্বর চেক করেন, তখন স্ক্রিনে "কোন রেকর্ড পাওয়া যায়নি" লেখা ছিল। তিনি বলেন যে নির্বাচন কমিশনের কর্মচারী (BLO) নিজেই তার বাড়িতে এসে যাচাই করেছেন, তবুও তার নাম তালিকা থেকে বাদ পড়েছে।

এরপরই কমিশনের বিরুদ্ধে সরব হন তেজস্বী যাদব। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপি এবং "মোদীর হয়ে কাজ করার অভিযোগ এনেছেন। তিনি বলেছেন যে "দুই গুজরাটি"-র নির্দেশে এই সব ঘটছে। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক দলের সাথে পরামর্শ না করেই এই পদক্ষেপ নিয়েছে।

মুহুর্মুহু গুলির আওয়াজে ফের উপত্যকায় আতঙ্ক, এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, চলছে সার্চ অপারেশন

bihar Tejashwi Yadav