India-Bangladesh Border: বাংলাদেশ সীমান্তে হইচই! 'বন্দে মাতরম-জয় শ্রীরাম ধ্বনিতেই চম্পট BGB-র', কটাক্ষ শুভেন্দুর

Malda News-Suvendu Adhikari: এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই পোস্টেই একটি হিন্দি ছবির জনপ্রিয় ডায়লগও পোস্ট করেছেন বিরোধী দলনেতা।

Malda News-Suvendu Adhikari: এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই পোস্টেই একটি হিন্দি ছবির জনপ্রিয় ডায়লগও পোস্ট করেছেন বিরোধী দলনেতা।

author-image
Joyprakash Das
New Update
Malda News,west bengal news,bsf,bgb,suvendu adhikari,bangladesh news,বিএসএফ,বিজিবি,মালদার খবর,শুভেন্দু অধিকারী

India-Bangladesh Border: শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও থেকে নেওয়া ছবি।

Tension on India Bangladesh border in Malda: মালদার (Malda) কালিয়াচকে বাংলাদেশ সীমান্তে BSF এবং BGB-র মধ্যে কাঁটাতার লাগানো ঘিরে দ্বন্দ্ব তৈরি হয়। আলোচনায় জট কাটলেও বিষয়টি নিয়ে চর্চা থামেনি। এক্স হ্যান্ডলে কালিয়াচকের ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। "ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম ধ্বনিতে পালিয়ে যায় বিজিবি।" বাংলাদেশ (Bangladesh) সেনাবাহিনীকে তুলোধোনা রাজ্যের বিরোধী দলনেতার।

Advertisment

এক্স হ্যান্ডলে কী লিখেছেন শুভেন্দু অধিকারী? 

"বাখরাবাদ গ্রামীণ পোস্টে সীমান্তে কাঁটাতার লাগানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) হস্তক্ষেপ করার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মালদার কালিয়াচক ৩ নং ব্লকের বৈষ্ণবনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের সুকদেবপুরের এই ঘটনা। ভারতের BSF-এর জওয়ানদের সঙ্গে এলাকার স্থানীয় ভারতীয় নাগরিকরাও প্রতিবাদ জানিয়েছেন। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনও উপদ্রব সহ্য করা হবে না। 
ভারত মাতা কি জয়, বন্দে মাতরম এবং জয় শ্রী রাম ধ্বনি শুনে বিজিবি সদস্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। 
এটি পশ্চিমবঙ্গের জনজাগরণ এবং জাতীয়তাবাদের প্রভাব।"

উল্লেখ্য, সোমবার বিকেলে ভারত-বাংলাদেশ সীমান্তের কালিয়াচক ৩ নং ব্লকের সুকদেবপুরে কাঁটাতার লাগানোর সময়েই বিজিবি বাধা দেয় বিএসএফ-কে। বাংলাদেশের অংশে কাঁটাতার লাগানো হচ্ছে বলে দাবি করে সেই দেশের সেনাবাহিনী। ওই এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বাদানুবাদ শুরু হতেই সীমান্তবর্তী এলাকার মানুষজন ভিড় জমান।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'আতঙ্ক ছড়াচ্ছে প্রাইভেট চক্র', HMPV ভাইরাস নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

এরপরেই বিজিবি-কে উদ্দেশ্য করে চলে স্লোগানিং। ভারতের দিকে সীমান্তে জড়ো হয়ে যান গ্রামবাসীরা। তাঁদেরই অনেকে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম ধ্বনি তোলেন। কেউ কেউ জয় শ্রী রাম স্লোগান দেওয়া শুরু করেন। 

আরও পড়ুন- India-Bangladesh Border:বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, কাঁটাতার লাগানো ঘিরে বচসায় জড়াল BSF-BGB

যদিও জানা গিয়েছে, সোমবার বিকেলে এই বিষয়টি ঘটলেও মঙ্গলবার সকালে ফের বিএসএফ এবং বিজিবি-র আধিকারিকরা বৈঠকে বসেছিলেন। ফের এক দফা আলোচনা হয় দু'পক্ষের মধ্যে। সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে সেটি ভারতের অংশ বলে বিজিবি-কে বোঝানো হয়। সূত্রের খবর, এরপরেই সীমান্তের ওই অংশে কাঁটাতার দেওয়ার কাজ শুরু করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

আরও পড়ুন- Mamata in Gangasagar: 'দানের টাকা চলে যাচ্ছে অযোধ্যায়', সংস্কারে কপিলমুনির আশ্রমকেই সচেষ্ট হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

bjp Malda BSF Suvendu Adhikari Maldah Bangla News Bengali News Today India-Bangladesh Border news in west bengal news of west bengal