Tesla India: মুম্বইয়ের পর দেশে দ্বিতীয় শোরুম, কোন রাজ্যে খুলতে চলেছে প্রিমিয়াম Tesla শো'রুম?

Tesla India: ভারতে এবার পুরোদমে ব্যবসা শুরুর পথে টেসলা। মুম্বইয়ের পর এখন কোম্পানি তার দ্বিতীয় শোরুম খুলতে চলেছে। কোন রাজ্যে খুলছে প্রিমিয়াম গাড়ির শো'রুম?

Tesla India: ভারতে এবার পুরোদমে ব্যবসা শুরুর পথে টেসলা। মুম্বইয়ের পর এখন কোম্পানি তার দ্বিতীয় শোরুম খুলতে চলেছে। কোন রাজ্যে খুলছে প্রিমিয়াম গাড়ির শো'রুম?

author-image
IE Bangla Tech Desk
New Update
Tesla second showroom will open in delhi aerocity on 11 August says report

মুম্বইয়ের পর দেশে দ্বিতীয় শোরুম, কোন রাজ্যে খুলতে চলেছে প্রিমিয়াম Tesla শো'রুম?

Tesla India: ভারতে এবার পুরোদমে ব্যবসা শুরুর পথে টেসলা। মুম্বইয়ের পর এখন কোম্পানি তার দ্বিতীয় শোরুম খুলতে চলেছে। রিপোর্ট অনুসারে, টেসলা তার পরবর্তী শোরুম দিল্লিতে খুলতে চলেছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, টেসলার দ্বিতীয় শোরুমটি আগামী সপ্তাহেই লঞ্চ হতে চলেছে। প্রায় এক মাস আগে, টেসলা মুম্বইতে তার প্রথম এক্সপিরিয়েন্স সেন্টার খুলেছিল, শুধু তাই নয়, কোম্পানি মুম্বইতে তার প্রথম চার্জিং স্টেশনও খুলেছে এবং এখন কোম্পানিটি দিল্লিতে তার পরিষেবা সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে।

Advertisment

আরও পড়ুন- প্রতিদিন পান 3GB হাইস্পিড ডেটা, ফের বাজারে BSNL- এর বিস্ফোরণ

দিল্লিতে টেসলার শোরুম কোথায় খুলবে?

Advertisment

মানি কন্ট্রোলের এক প্রতিবেদন অনুসারে, এলন মাস্কের টেসলা নয়াদিল্লিতে তার দ্বিতীয় শোরুমের উদ্বোধনের জন্য আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে, পরবর্তী শোরুমটি ১১ আগস্ট খোলার কথা রয়েছে। প্রতিবেদন অনুসারে, টেসলা এক্সপেরিয়েন্স সেন্টারটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরের কাছে অ্যারোসিটিতে অবস্থিত ওয়ার্ল্ডমার্ক ৩ ভবনে অবস্থিত হতে চলেছে।

আরও পড়ুন- BSNL, Vi, Airtel- এর ঘুম উড়িয়ে খেলা ঘোরালো Jio, লঞ্চ করল সবচেয়ে সস্তার মান্থলি রিচার্জ প্ল্যান

কয়েকদিন আগে, ইউটিউবের এক  কন্টেন্ট ক্রিয়েটর দিল্লিতে নির্মাণাধীন টেসলা এক্সপেরিয়েন্স সেন্টারের ছবি শেয়ার করেছিলেন। তবে, কোম্পানি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের তারিখ বা শহরে নতুন টেসলা এক্সপেরিয়েন্স সেন্টারের অবস্থান ঘোষণা করেনি।

টেসলা কারস ইন্ডিয়া

টেসলা বর্তমানে ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য মডেল Y লঞ্চ করেছে। এই মডেলের দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, RWD (60kWh/75kWh)। 60kWh ভেরিয়েন্টটি একবার চার্জে 500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে এবং এই ভেরিয়েন্টের দাম 59.89 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

আরও পড়ুন- ধুলো ময়লার পুরু আস্তরণ মুহূর্তে হবে গায়েব! সিলিং ফ্যান হবে মুক্তোর মতো ঝকঝকে

RWD (৭৫kWh) ভেরিয়েন্টটি সম্পূর্ণ চার্জে ৬২২ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। এই মডেলের দাম সামান্য বেশি। এর দাম পড়বে ৬৭.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। RWD মডেল Y এর ডেলিভারি পুজোর পর এবং দীর্ঘ পরিসরের ভেরিয়েন্টের ডেলিভারি চলতি বছরের চতুর্থ প্রান্তিকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Elon Musk Tesla Motors