BSNL Recharge Plans: প্রতিদিন পান 3GB হাইস্পিড ডেটা, ফের বাজারে BSNL- এর বিস্ফোরণ
BSNL Recharge Plans: BSNL নিয়ে এসেছে তিনটি দুর্দান্ত সস্তা রিচার্জ প্ল্যান– প্রতিদিন ৩ জিবি পর্যন্ত ডেটা, আনলিমিটেড কলিং, ওটিটি অ্যাক্সেস। সঙ্গে পান দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি!
BSNL Recharge Plans: BSNL নিয়ে এসেছে তিনটি দুর্দান্ত সস্তা রিচার্জ প্ল্যান– প্রতিদিন ৩ জিবি পর্যন্ত ডেটা, আনলিমিটেড কলিং, ওটিটি অ্যাক্সেস। সঙ্গে পান দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি!
BSNL Recharge Plans: সস্তায় পান মোবাইল রিচার্জের সুযোগ।
BSNL Recharge Plans: ভারতের অন্যতম পুরোনো ও সরকারি টেলিকম অপারেটর BSNL (Bharat Sanchar Nigam Limited) তাদের ইউজার বেস বাড়াতে এবং বেসরকারি প্রতিদ্বন্দ্বীদের টক্কর দিতে নিয়ে এসেছে তিনটি নতুন হাই-ভ্যালুর এবং সস্তা রিচার্জ প্ল্যান।
Advertisment
এই প্ল্যানগুলিতে আপনি পাবেন, প্রতিদিন ৩ জিবি পর্যন্ত হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং, দৈনিক এসএমএসের সুবিধা, ফ্রি OTT অ্যাক্সেস, দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি। চলুন দেখে নেওয়া যাক, কোন প্ল্যান এই তালিকায় রয়েছে এবং তারা কী সুবিধা দিচ্ছে?
BSNL-এর ৮৯৭ টাকার প্ল্যান, ঝামেলা ছাড়াই দীর্ঘ ভ্যালিডিটি
যাঁরা ঘন ঘন রিচার্জ করতে চান না, তাঁদের জন্য এটি পারফেক্ট চয়েস। মাত্র একবার রিচার্জ করলেই ৬ মাস নিশ্চিন্ত। এই রিচার্জের ক্ষেত্রে প্রধান সুবিধা হল- ভ্যালিডিটি থাকবে ১৮০ দিন (৬ মাস), ডেটা মোট ৯০ জিবি (দৈনিক সীমা ছাড়া), কল সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড, এসএমএস করতে পারবেন দৈনিক ১০০টি করে। এই প্ল্যানটিতে মাসিক টপ-আপ না করেও দীর্ঘদিন পরিষেবা পাবেন।
যাঁরা প্রচুর ডেটা ব্যবহার করেন এবং দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি চান, তাঁদের জন্য এই প্ল্যান উপযুক্ত। যাতে প্রধান সুবিধা হল ৮৪ দিন (প্রায় ৩ মাস)-এর ভ্যালেডিটি, মিলবে দৈনিক ৩ জিবি (মোট ২৫২ জিবি) ডেটা, আনলিমিটেড কলের সুবিধা এবং দৈনিক ১০০টি এসএমএসের সুবিধা। এই প্ল্যানটি শুধুমাত্র BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে পাওয়া যাচ্ছে। অনলাইনেই কিনতে হবে।
BSNL-এর ২৪৯ টাকার প্ল্যান– বাজেট-ফ্রেন্ডলি এবং এন্টারটেনমেন্ট প্যাকেজ
স্বল্প খরচে বেশি ভ্যালু যাঁরা চান, তাঁদের ক্ষেত্রে এই প্ল্যানটি পারফেক্ট। এটির মধ্যে আছে OTT সাবস্ক্রিপশনও। এর প্রধান সুবিধা ৪৫ দিনের ভ্যালিডিটি, দৈনিক ২ জিবি (মোট ৯০ জিবি) ডেটা, আনলিমিটেড কল, দৈনিক ১০০টি এসএমএসের সুবিধা। এতে বোনাস হিসেবে পাবেন ফ্রি BSNL BiTV OTT অ্যাক্সেস, ৪০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল। যাঁরা এন্টারটেনমেন্ট, ডেটা এবং কলিং— সব একসঙ্গে চান, অথচ বেশি খরচে নারাজ, তাঁদের জন্য এই প্ল্যান এককথায় অসাধারণ।
BSNL-এর এই নতুন রিচার্জ প্ল্যানগুলি শুধুমাত্র সস্তাই নয়, বরং ভ্যালু-ফর-মানি হিসেবেও দুর্দান্ত। যাঁরা হেভি ডেটা ইউজার, যাঁরা OTT এবং এন্টারটেনমেন্ট পছন্দ করেন বা যাঁরা দীর্ঘমেয়াদি প্ল্যান চান – সবার জন্যই এই প্ল্যানগুলো দুর্দান্ত। আগামী দিনে ৫জি রোলআউটের আগে BSNL-এর এমন পদক্ষেপ টেলিকম দুনিয়ায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।