Mamata Banerjee: বর্ধমানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই হইহই-কাণ্ড! শেষমেশ যা হল...

Mamata Banerjee meeting: মঙ্গলবার সরকারি প্রকল্পের উদ্বোধন ও একাধিক সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে পূর্ব বর্ধমানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee meeting: মঙ্গলবার সরকারি প্রকল্পের উদ্বোধন ও একাধিক সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে পূর্ব বর্ধমানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
TET-qualified candidates protest during Mamata Banerjee event,  2022 TET-qualified job seekers protest  ,Placard protest job demand during Mamata meeting,  TET pass-outs protest at government meeting Bardhaman,  Teacher recruitment demand protest Mamata Banerjee rally  ,TET job aspirants placard protest Eastern Bardhaman,  Unemployed TET candidates protest during CM speech,  2022 TET qualified unemployed protest campaign,পূর্ব বর্ধমান TET উত্তীর্ণ বিক্ষোভ,  চাকরির দাবিতে মমতা সভায় বিক্ষোভ  ,২০২২-র TET উত্তীর্ণ কর্মহীন শিক্ষার্থী  ,সরকারি সভায় চাকরি প্ল্যাকার্ড প্রতিবাদ  ,পূর্ব বর্ধমানে চাকরিপ্রার্থীদের আকস্মিক বিক্ষোভ , মমতা ব্যানার্জির সভায় চাকরির দাবি  ,TET চাকরিপ্রার্থীদের প্ল্যাকার্ড  ,শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা বিক্ষোভ

Mamata Banerjee: প্রশাসনিক সভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee Meeting: পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চালাকালীন প্ল্যাকার্ড থাকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০২২ সালের TET উত্তীর্ণরা। ৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন সরাসরি কথা বলে তাঁকে স্মারকলিপি দিতে চেয়েছিলেন তাঁরা। 

Advertisment

একদিনের সফরে পূর্ব বর্ধমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা-মঞ্চে যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন ঠিক সেই সময়েই একদল তরুণ-তরুণী প্ল্যাকার্ড হাতে কিছু বলতে শুরু করেন। তাঁরা প্রত্যেকেই ২০২২ সালের টেট উত্তীর্ণ বলে দাবি। অবিলম্বে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারির দাবি জানিয়েছেন তাঁরা। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আজ সরাসরি স্মারকলিপি জমা দিয়ে তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন- Love affair:বাংলাদেশে বসেই বিবাহিত ভারতীয়ের সঙ্গে প্রেম বধূর, স্বামী জানতেই 'তালাক'! পরের ঘটনা জানলে...

Advertisment

তবে সেটা সম্ভব না হলেও পুলিশের তরফে তাঁদের স্মারকলিপি জমা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক টেট উত্তীর্ণ তরুণী। আয়েশা খাতুন নামে ওই তরুণী জানান, পুলিশের হাতেই ওই স্মারকলিপি তাঁরা এদিন তুলে দিয়েছেন। পুলিশের মাধ্যমেই মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দাবি-সম্বলিত স্মারকলিপি পৌঁছে যাবে বলে মনে করছেন তাঁরা। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'কিছুই ছিল না, এখন প্রচুর সম্পত্তি, বিধায়ক হয়েই সব হল', জীবনকৃষ্ণের গ্রেফতারিতে বিস্ফোরক বাবা

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিপ্রার্থী আয়েশা খাতুন বলেন, "২০২২ সালের টেট উত্তীর্ণদের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতেই প্ল্যাকার্ড তুলে ধরেছিলাম। যাতে মুখ্যমন্ত্রী ৫০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেন, সেটাই আমাদের দাবি ছিল। ওনার কাছে বার্তা পৌঁছে দিতেই আমরা এটা করেছিলাম।"

TET-qualified candidates protest during Mamata Banerjee event,  2022 TET-qualified job seekers protest  ,Placard protest job demand during Mamata meeting,  TET pass-outs protest at government meeting Bardhaman,  Teacher recruitment demand protest Mamata Banerjee rally  ,TET job aspirants placard protest Eastern Bardhaman,  Unemployed TET candidates protest during CM speech,  2022 TET qualified unemployed protest campaign,পূর্ব বর্ধমান TET উত্তীর্ণ বিক্ষোভ,  চাকরির দাবিতে মমতা সভায় বিক্ষোভ  ,২০২২-র TET উত্তীর্ণ কর্মহীন শিক্ষার্থী  ,সরকারি সভায় চাকরি প্ল্যাকার্ড প্রতিবাদ  ,পূর্ব বর্ধমানে চাকরিপ্রার্থীদের আকস্মিক বিক্ষোভ , মমতা ব্যানার্জির সভায় চাকরির দাবি  ,TET চাকরিপ্রার্থীদের প্ল্যাকার্ড  ,শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা বিক্ষোভ
TET-qualified candidates protest during Mamata Banerjee Meeting: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন টেট উত্তীর্ণদের বিক্ষোভ।

আরও পড়ুন-Suvendu Adhikari:'১০ বছরে বাংলায় জন্মের তুলনায় আড়াইগুণ বেশি ভোটার', ভোট কারচুপি নিয়ে বিস্ফোরক শুভেন্দু!

ওই চাকরিপ্রার্থী আরও বলেন, "পুলিশ আমাদের কাছ থেকে স্মারকলিপি নিয়েছেন। ওঁরা বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে সেটা পৌঁছে দেবেন। আমরা ১৫-২০ জন এসেছিলাম। ২০২২ সালে আমরা টেট দিয়েছিলাম, ২০২৩ সালে আমাদের রেজাল্ট বেরিয়েছে। আমাদের বক্তব্য, ৫০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে।" 

আরও পড়ুন-Ganesh Chaturthi:গণেশ চতুর্থীর ১০ দিনের আলাদা-আলাদা তাৎপর্য ও প্রতিদিনের পুজোর রীতি জানুন!

তাঁর কথায়, "আমাদের মন খুবই দুর্বল হয়ে পড়েছে। আজ আমরা ১৫-২০ জন ছিলাম। আমারা মুখ্যমন্ত্রীর সঙ্গেই দেখা করতে চেয়েছিলাম। কিন্তু সেটা হয়নি। তবে আশা করব আমাদের কথা সংবাদমাধ্যমের মাধ্যমেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে।"

protest TET CM Mamata banerjee