/indian-express-bangla/media/media_files/2025/08/26/mamata-2025-08-26-15-58-40.jpg)
Mamata Banerjee: প্রশাসনিক সভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Mamata Banerjee Meeting: পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চালাকালীন প্ল্যাকার্ড থাকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০২২ সালের TET উত্তীর্ণরা। ৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন সরাসরি কথা বলে তাঁকে স্মারকলিপি দিতে চেয়েছিলেন তাঁরা।
একদিনের সফরে পূর্ব বর্ধমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা-মঞ্চে যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন ঠিক সেই সময়েই একদল তরুণ-তরুণী প্ল্যাকার্ড হাতে কিছু বলতে শুরু করেন। তাঁরা প্রত্যেকেই ২০২২ সালের টেট উত্তীর্ণ বলে দাবি। অবিলম্বে ৫০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারির দাবি জানিয়েছেন তাঁরা। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আজ সরাসরি স্মারকলিপি জমা দিয়ে তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তাঁরা।
তবে সেটা সম্ভব না হলেও পুলিশের তরফে তাঁদের স্মারকলিপি জমা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক টেট উত্তীর্ণ তরুণী। আয়েশা খাতুন নামে ওই তরুণী জানান, পুলিশের হাতেই ওই স্মারকলিপি তাঁরা এদিন তুলে দিয়েছেন। পুলিশের মাধ্যমেই মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দাবি-সম্বলিত স্মারকলিপি পৌঁছে যাবে বলে মনে করছেন তাঁরা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিপ্রার্থী আয়েশা খাতুন বলেন, "২০২২ সালের টেট উত্তীর্ণদের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতেই প্ল্যাকার্ড তুলে ধরেছিলাম। যাতে মুখ্যমন্ত্রী ৫০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেন, সেটাই আমাদের দাবি ছিল। ওনার কাছে বার্তা পৌঁছে দিতেই আমরা এটা করেছিলাম।"
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/08/26/protest-2025-08-26-16-06-37.jpg)
ওই চাকরিপ্রার্থী আরও বলেন, "পুলিশ আমাদের কাছ থেকে স্মারকলিপি নিয়েছেন। ওঁরা বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে সেটা পৌঁছে দেবেন। আমরা ১৫-২০ জন এসেছিলাম। ২০২২ সালে আমরা টেট দিয়েছিলাম, ২০২৩ সালে আমাদের রেজাল্ট বেরিয়েছে। আমাদের বক্তব্য, ৫০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে।"
আরও পড়ুন-Ganesh Chaturthi:গণেশ চতুর্থীর ১০ দিনের আলাদা-আলাদা তাৎপর্য ও প্রতিদিনের পুজোর রীতি জানুন!
তাঁর কথায়, "আমাদের মন খুবই দুর্বল হয়ে পড়েছে। আজ আমরা ১৫-২০ জন ছিলাম। আমারা মুখ্যমন্ত্রীর সঙ্গেই দেখা করতে চেয়েছিলাম। কিন্তু সেটা হয়নি। তবে আশা করব আমাদের কথা সংবাদমাধ্যমের মাধ্যমেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে।"