Advertisment

Purba Bardhaman News: শীতের রাতে পরপর মন্দির-সোনার দোকানে চুরি, ফিল্মি কায়দায় একের পর এক লুঠ!

Purba Bardhaman News: একের পর এক মন্দিরে ঢুকে সোনা-রূপোর গয়নার পাশাপাশি অন্যান্য সামগ্রী লুঠ করে নিয়ে চম্পট চোরেদের। দুঃসাহসিক লুঠের তদন্তে পুলিশ।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
purba bardhaman news,west bengal news,theft,পূর্ব বর্ধমানের খবর,পশ্চিমবঙ্গের খবর,চুরি

Purba Bardhaman News: পরপর মন্দির ও সোনার দোকানে দুঃসাহসিক চুরি।

Theft in several temples in different parts of Purba Bardhaman: শীত বাড়তেই যেন চোরেদের পোয়াবারো! সেটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন পূর্ব বর্ধমানের আউশগ্রাম, কাটোয়া ও নাদনঘাট থানা এলাকার বাসিন্দারা। কোথাও মন্দিরে চুরি আবার কোথাও সোনার দোকানে দুঃসাহসিক লুঠ। এক শীতের রাতে চোরেদের এমন দৌরাত্ম্যে ঘুম ছুটেছে এলাকার বাসিন্দাদের। পুলিশ হন্যে হয়ে চোরেদের সন্ধান চালাচ্ছে। তারই মধ্যে আবার সবজিবাহী গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনা শোরগোল ফেলে দিয়েছে পূর্ব বর্ধমানের কালনায়। 

Advertisment

আউশগ্রাম ও কাটোয়া মিলিয়ে তিনটি গ্রামের ৫টি মন্দির দুঃসাহসিক চুরির ঘটনায় শোরগোল। তার মধ্যে শুধুমাত্র আউশগ্রামের ৪টি গ্রামের চার মন্দিরে দেবদেবীর সোনা-রূপার গয়নাসহ নিত্যসেবার কাঁসা-পিতলের বাসনও চোরেরা চুরি করে নিয়ে পালিয়েছে। একই দিনে কাটোয়ার অগ্রদ্বীপের একটি কালীমন্দির থেকে সর্বস্ব চুরি করে নিয়ে পালিয়েছে চোরেরা। 

আউশগ্রামের বেরেণ্ডা অঞ্চলের বেলুটি গ্রামের পাল পরিবারের নারায়ণ মন্দিরে এবং ওই গ্রামের বারোয়ারি কালীমন্দিরে সোমবার রাতে চুরির ঘটনা ঘটেছে । একই রাতে বেলুটির কাছাকাছি কালীদহ গ্রামের শ্মশানকালী মন্দিরে এবং বেরেণ্ডা গ্রামের সন্ন্যাসী গোঁসাই মহারাজ মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। বেলুটি গ্রামের পাল পরিবারের সদস্য কিশোর পালের কথায়, “নারায়ণ মন্দিরের তালা ভেঙে নারায়ণ বিগ্রহের রূপোর পৈতে,সিংহাসন চাঁদমালা, দেবদেবীর পায়ের নুপূর, ছাতা এবং সোনার হার সহ তামা ও কাঁসার বাসনপত্র চোরেরা চুরি করে নিয়ে গিয়েছে। এছাড়ার চোরেরা কালীমন্দিরের তালা ভেঙে সোনার টিকলি,চোখ,নথ রূপোর বালা, পায়ের মল ও নগদ প্রায় দেড় হাজার টাকা প্রণামী চুরি করেছে। কালীমন্দির থেকে বলিদানের খাঁড়াটিও খাড়াটিও চোরেরা চুরি করেছে।"

আরও পড়ুন- West Bengal News Live Updates: বাংলাদেশ পাসপোর্ট বাতিল করতেই হাসিনাকে নিয়ে বড় পদক্ষেপ ভারতের

Advertisment

কাটোয়ার অগ্রদ্বীপের কালীমন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, দেবী প্রতিমার সোনার টিপ,মালা, নাকছাবি, রূপোর মুকুট, প্রণামী বাক্স সহ আরও বেশকিছু মূল্যবান সামগ্রী চোরেরা চুরি করে নিয়ে গেছে। সব মিলিয়ে কালীমন্দির থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়ে গেছে বলে কালীমন্দির কর্তৃপক্ষ দাবি করেছেন। 

আরও পড়ুন- Pranab Mukherjee Memorial: প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, মোদীকে কৃতজ্ঞতা কন্যা শর্মিষ্ঠার

এদিকে চুরির ঘটনায় জড়িত দুস্কৃতীদের নাগাল পুলিশ এখনও না পেলেও বিপুল পরিমাণে গাঁজা উদ্ধারে তারা সফল হয়েছে। কালনার এসডিপিও রাকেশ কুমার চৌধুরি বলেন, “মঙ্গলবার কালনার বৃদ্ধপাড়া এলাকায় একটি বোলেরো পিকআপ ভ্যান থেকে প্রায় ৬৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তিনটি বস্তার মধ্যে গাঁজাগুলি ছিল।" স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধপাড়া এলাকার ফাঁকা জায়গায় পিক আপ ভ্যানটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। কিন্তু গাড়িটির ধারে কাছে কেউ ছিল না। সন্দেহ হওয়ায় বিকেলে কালনা থানার পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর সময় গাড়িটিতে  কয়েক বস্তা সবজির সাথে আলাদা তিনটি বস্তা পুলিশের নজরে আসে। ওই বস্তাগুলির মধ্যে ছোট-ছোট প্যাকেটে ভরে রাখা গাঁজা পায় পুলিশ।

আরও পড়ুন- India-Bangladesh Border: বাংলাদেশ সীমান্তে হইচই! 'বন্দে মাতরম-জয় শ্রীরাম ধ্বনিতেই চম্পট BGB-র', কটাক্ষ শুভেন্দুর

Bangla News news of west bengal Purba Bardhaman news in west bengal Bengali News Today
Advertisment