/indian-express-bangla/media/media_files/09LyhPmEboNDsSvxAvOL.jpg)
দুগ্গা ঠাকুর দর্শনে একটা ব়ড অংশের দর্শনার্থী মেট্রোরেলের উপরেই ভরসা করেন।
Kolkata Metro: যাত্রী স্বার্থে এবার আরও এক দারুণ তৎপরতা নিয়েছে কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল অর্থাৎ ৭ অক্টোবর থেকে কালীঘাট মেট্রো স্টেশনের দক্ষিণ বুকিং কাউন্টার সংলগ্ন তিনটি নতুন AFC-PC গেট বসানো হয়েছে। এই নতুন গেটগুলি ব্লু লাইনের যাত্রীদের পেইড এলাকা থেকে সরাসরি গেটের বাইরে বেরোতে সাহায্য করবে। বেশি সংখ্যায় যাত্রীরা স্টেশনের বাইরে বেরিয়ে আসতে পারবেন।
মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতি:
যেহেতু কালীঘাট হল কলকাতার মেট্রো রেলওয়ের অন্যতম ব্যস্ততম স্টেশন এবং পুজোর দিনগুলিতে প্রচুর লোক সমাগম হবে বলে আশা করা হচ্ছে, তাই যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে এই তিনটি এক্সিট গেট বসানো হয়েছে৷ এই গেটগুলি দিয়ে প্রতি মিনিটে ৪৫ জন যাত্রী বেরিয়ে আসতে পারবেন। যাত্রীরা এই গেটে তাদের মেট্রো টোকেন, স্মার্ট কার্ড এবং QR কোড ভিত্তিক টিকিট পাঞ্চ করে বেরিয়ে যেতে পারেন।
এই তিনটি নতুন এএফসি-পিসি গেট যুক্ত হওয়ার সঙ্গেই কার্যকরভাবে ভিড় সামাল দিতে কালীঘাট মেট্রো স্টেশনে ১৪টি এরকম স্মার্ট গেট রয়েছে। এই ১৪টি গেটের মধ্যে ৩টি গেট শুধুমাত্র ঢোকার জন্য, ৭টি গেট শুধুমাত্র বেরনোর জন্য এবং ৪টি গেট হল দ্বিমুখী গেট যা টোকেন, স্মার্ট কার্ড এবং QR কোড ভিত্তিক টিকিট নিয়ে ভ্রমণকারী যাত্রীদের ঢোকা ও বেরনোর জন্য নির্ধারিত।
আরও পড়ুন- Post Office: অবিশ্বাস্য! ধামাকাধার স্কিম Post Office-এর! মাত্র ৩০০ টাকা জমিয়ে রিটার্ন ১৭ লক্ষের!