Advertisment

Tiger Panic: ফের পুরুলিয়ার জঙ্গলে বাঘের হানা? পায়ের ছাপ দেখেই শিউরে উঠলেন গ্রামবাসীরা!

Tiger Panic: মঙ্গলবার পুরুলিয়ার জঙ্গলে বাঘের সন্দেহজনক পায়ের ছাপ দেখতে পান বাসিন্দারা। সেই পায়ের ছাপই বাঘের বলে আশঙ্কা তাঁদের। আতঙ্কে ঘুম ছুটেছে জঙ্গল লাগোয়া একাধিক গ্রামের বাসিন্দাদের।

author-image
IE Bangla Web Desk
New Update
Tiger in Purulia,royal bengal tiger,purulia news,west bengal news today,latest bengali news,পুরুলিয়ায় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার

Royal Bengal Tiger: প্রতীকী ছবি।

Tiger footprints have been seen in Purulia forest: ফের পুরুলিয়ার (Purulia) জঙ্গলে বাঘের হানা? এখনই এই ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য না মিললেও বান্দোয়ানের রাইকা পাহাড়ের কাছে জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। গ্রামবাসীদের সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়নি বনদপ্তরও। পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। বাঘের খোঁজে ফের এক দুঃসাহসিক অভিযানও শুরু হয়েছে। 

Advertisment

মঙ্গলবার পুরুলিয়ার রাইকা পাহাড়ের কাছে জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। প্রথমে সেই বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেছেন গ্রামবাসীরাই। পরে তাঁরা বনদপ্তরে খবর দেন। দিন কয়েক আগেই ঝাড়গ্রামের বেলপাহাড়ির জঙ্গলে বাঘের অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল। বেলপাহাড়ির সেই বাঘই ঝাড়গ্রামের জঙ্গল পেরিয়ে এবার পুরুলিয়ার জঙ্গলে ঢুকে পড়েছে বলে মনে আশঙ্কা বাড়ছে। 

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাইকা পাহাড় সংলগ্ন লোকালয়ে চূড়ান্ত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বাঘের খোঁজে রীতিমতো তল্লাশি শুরু হয়েছে। এই বাঘটির গলায় রেডিও কলার না থাকায় তার অবস্থান সম্পর্কে তথ্য মিলছে না। স্বাভাবিকভাবেই চরম আতঙ্ক জেঁকে বসেছে লাগোয়া একাধিক গ্রামের বাসিন্দাদের মনে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ভেঙে ফেলা হচ্ছে বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাট-বাড়ি, দিশেহারা বহুতলের বাসিন্দারা

Advertisment

মঙ্গলবার সকালে পুরুলিয়ার বান্দোয়ানের নেকড়া গ্রামের পাশে বেশ কয়েকটি সন্দেহজনক পায়ের ছাপ দেখা যায়। লাগোয়া কেশরা, লাউপাল গ্রামের বাসিন্দারা চূড়ান্ত আতঙ্কিত হয়ে পড়েন। ওই পায়ের ছাপটি বাঘের বলেই তাঁদের আশঙ্কা। বনকর্মীরা এলাকায় গিয়ে সেই পায়ের ছাপ দেখেছেন। তাঁরাও গ্রামবাসীদের আশঙ্কা উড়িয়ে দেননি।

আরও পড়ুন- Malda News: স্ত্রীকে শিকলে বেঁধেছেন স্বামী, তারই ফাঁকে সবজির কারবার, কারণ জানলে চমকে উঠবেন!

উল্লেখ্য, ডিসেম্বর মাসের শেষের দিকে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে একটি বাঘ বেরিয়ে পড়ে ঝাড়খণ্ড হয়ে বাংলার জঙ্গলমহলে ঢুকে পড়েছিল। একে একে ঝাড়গ্রাম, পুরুলিয়া পেরিয়ে বাঁকুড়ায় ঢুকে পড়েছিল সে। বাঘিনী জিনাত (Jeenat) একটানা কয়েক দিন ধরে কার্যত লেজেগোবরে খেলিয়েছে বনকর্মীদের। শেষমেশ বাঁকুড়ার মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রের কাছে জঙ্গল থেকে জিনাতকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করেন বনকর্মীরা। জিনাতকে শেষে ওড়িশাতেই ফেরানো হয়েছে।

আরও পড়ুন- Gangasagar Mela 2025: সাগরতটে পুণ্যস্নানের পরেই দেখা মিলছে সাক্ষাৎ মা গঙ্গা, শিব, দুর্গা ও শ্রীকৃষ্ণের

Royal Bengal Tiger purulia Bangla News Bengali News Today Tiger news in west bengal news of west bengal
Advertisment