TMC Candidate List: আসন্ন বিধানসভা উপনির্বাচনে এবার প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল। আগামী ১৩ নভেম্বর তালডাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং মাদারিহাট কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই ৪ কেন্দ্রেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল।
শনিবারই আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল বিজেপি। উপনির্বাচনে এখন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বাম-কংগ্রেস। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে অন্তত আসন্ন উপনির্বাচনে দুই দলের মধ্যে জোট হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ।
বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল রাজ্যের শাসকদল তৃণমূল। নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে সনৎ দে-কে। সিতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। তালডাংরায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। মাদারিহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন জয়প্রকাশ টোপ্পো। হাড়োয়ায় তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম, মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।
রাজ্যের ৬ কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর বিধানসভা উপনির্বাচন হওয়ার কথা। শনিবারই ওই ৬ কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বিজেপি। এবার প্রার্থীতালিকা ঘোষণা জোড়াফুলের। আগামী ১৩ তারিখ রাজ্যের যে ৬টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার মধ্যে পাঁচটি কেন্দ্রই তৃণমূলের দখলে ছিল।
আরও পড়ুন- Sexual Abuse: কোথাও বিস্কুট তো কোথাও চকোলেটের লোভ! শিশুকন্যাদের যৌন নির্যাতনে ধৃত 'দাদু-কাকু'রা
আরজি কর কাণ্ডের পর এই প্রথম রাজ্যে কোনও নির্বাচন হতে চলেছে। স্বাভাবিকভাবেই এই আবহে রাজ্যের শাসকদল তৃণমূলের কাছে এই ৬ কেন্দ্রের উপনির্বাচন কার্যত অ্যাসিড টেস্টের মতো। তবে এই ৬ কেন্দ্রেই জয় পাওয়ার ব্যাপারে দারুণ আশাবাদী তৃণমূল। আগামী ২৫ অক্টোবর এই ৬ কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
আরও পড়ুন- Travel: সপ্তাহান্তে ছুটি কাটানোর ফাটাফাটি জায়গা! কলকাতার নাকের ডগায় সবুজে ঘেরা এই প্রান্ত
আগামী ১৩ নভেম্বর এ রাজ্যে ছয় কেন্দ্রের পাশাপাশি দেশের আরো চৌদ্দ রাজ্যের ৪২ আসনে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যের এবারের উপনির্বাচনেও আধা সেনা মোতায়েন থাকছে। আপাতত উপর নির্বাচনের জন্য রাজ্যে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক।