TMC:বাঙালি বিদ্বেষ ইস্যুতে ত্রিপুরাতেও জমি পোক্ত করতে মরিয়া তৃণমূল, মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা

persecution of Bengalis in Tripura: বাঙালি হেনস্থায় কেন্দ্রীয় সরকারের মতোই রাজ্য সরকারের ভূমিকাতেও ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস।

persecution of Bengalis in Tripura: বাঙালি হেনস্থায় কেন্দ্রীয় সরকারের মতোই রাজ্য সরকারের ভূমিকাতেও ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

প্রতীকী ছবি।

নাগরিকত্ব, অবৈধ বাংলাদেশী অভিবাসীদের চিহ্নিতকরণ প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্যের BJP শাসিত সরকারের কড়া সমালোচনা করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুবনেতা শান্তনু সাহা জানান, অবৈধ অনুপ্রবেশ রোখার নামে বাঙালি বা বিশেষ কোনও জনগোষ্ঠীর ওপর আক্রমণ নামিয়ে আনা হলে চুপ করে বসে থাকবে না তাঁর দল।

Advertisment

আগরতলায় সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সাহা অভিযোগ তোলেন, "সারা দেশে বিদেশী ও অবৈধ অনুপ্রবেশকারী বা অভিবাসী নাম দিয়ে নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীর ওপর, বিশেষভাবে বাঙালিদের ওপর নির্যাতন নামিয়ে আনা হচ্ছে। সারা দেশে এক বিপজ্জনক পরিস্থিতি রয়েছে। দেশের যেখানে যেখানে বিজেপি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানেই বাঙালিদের ওপর নির্যাতন চলছে। তারা (বাঙালি) আশঙ্কায় দিন কাটাচ্ছেন।"

নাম না নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিকেও আঙুল তুলেছেন ওই তৃণমূল নেতা। তিনি বলেন, "অনেক মুখ্যমন্ত্রী, অনেক নেতারা বলছেন, বাংলা ভাষায় কথা বললে সহজেই বাংলাদেশী হিসেবে বাছতে করা হবে। আমরা মনে করি, বাঙালিদের এ'দেশ থেকে বিতাড়িত করার জন্যে এটি ডবল ইঞ্জিন সরকারের বিশাল একটি পরিকল্পনা। কখনও বাঙালিদের রোহিঙ্গা বলা হচ্ছে, কখনও বা বাংলাদেশি। এই দ্বিচারিতা, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, যিনি নিজেই বাঙালি, তাঁর কোনও প্রতিক্রিয়া পাইনি। দাবি করছি, তাঁর কি অভিমত, তিনি কি চাইছেন বাঙালিদের নিয়ে, তিনি মিডিয়ার মাধ্যমে জনমানসে স্পষ্ট করুন।"

Advertisment

আরও পড়ুন- West Bengal news live updates:'তৃণমূলের অপশাসনে ক্ষতিগ্রস্ত বাংলা', বঙ্গ সফরে আসার আগেই পোস্ট মোদীর

সম্প্রতি পিটিআইয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, অসমের সকল বাংলাভাষী মুসলমান আদমশুমারিতে অসমীয়া ভাষাকে মাতৃভাষা হিসেবে আর চিহ্নিত করবে না বলে মন্তব্য করেছেন অল বিটিসি মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন নেতা মঈনুউদ্দিন আলি। এই কথার পরেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আদমশুমারিতে মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার নাম লেখা থাকলে সে রাজ্যে কত বিদেশী রয়েছে, তার পরিমাপ করা হবে।

আরও পড়ুন- Dilip Ghosh:'পার্টি চায়ও না যে আমি যাই', মোদীর সভায় না গিয়ে সাতসকালে কোথায় গেলেন দিলীপ?

এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফেও অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করে তাঁর বিরুদ্ধে বিভাজনমূল রাজনীতি করার অভিযোগ তোলা হয়েছিল। অসমের মুখ্যমন্ত্রীকে তাঁর বক্তব্যের জন্যে জনসাধারণের ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব।

আরও পড়ুন- Kolkata Weather Update: দক্ষিণে বৃষ্টি ব্রেক কষতেই বাড়ছে গরম, উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে রইল বড় আপডেট!

যদিও সেই অভিযোগ উড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মা পরে দাবি করেছিলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করতে বাঙালি মুসলিমদের প্রসঙ্গে তাঁর বক্তব্যকে বিকৃত করেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেস উপজাতি নেতা মিল্টন চাকমা বলেন, "বাংলাদেশী হিসেবে কোনও বিশেষ সম্প্রদায়ের লোকজনকে যাতে নির্দিষ্ট করে চিহ্নিত করা না হয়। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের দলেরও প্রবল অবস্থান রয়েছে। কিন্তু অবৈধ অভিবাসন রুখতে কোন নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষকে চিহ্নিত করা হোক, এটি কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না।"

tmc tripura harrasment