TMC Inner Conflict: সাগরদিঘিকে দ্বিতীয় ভাঙড় বানাতে চাইছেন বিধায়ক বাইরন, কেন বললেন ব্লক তৃণমূল সভাপতি?

TMC Inner Conflict: ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এবার মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরে মেহেবুব আলম। সাগরদিঘির দিয়ার বালাগাছি এলাকায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকে বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের ব্লক সভাপতি।

TMC Inner Conflict: ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এবার মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরে মেহেবুব আলম। সাগরদিঘির দিয়ার বালাগাছি এলাকায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকে বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের ব্লক সভাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
তৃণমূল গোষ্ঠী কোন্দল, ভাঙড় তৃণমূল খুন, মালদা তৃণমূল নেতা খুন, মুর্শিদাবাদ তৃণমূল, বাইরন বিশ্বাস, নুরে মেহেবুব আলম, তৃণমূল বিবাদ, সাগরদিঘি গোষ্ঠীদ্বন্দ্ব, TMC Leader Murder, Bengal TMC Infighting, তৃণমূল নেতা গ্রেফতার

তিন দিনে রাজ্যে তিনজন তৃণমূল নেতা খুন হয়েছেন। তার মধ্যে দুটি ঘটনায় গ্রেফতার হয়েছে সক্রিয় তৃণমূল নেতা, তাতেই গোষ্ঠী কোন্দলের ছবিটা আরও একবার সামনে এসেছে

TMC Inner Conflict: তিন দিনে রাজ্যে তিনজন তৃণমূল নেতা খুন হয়েছেন। তার মধ্যে দুটি ঘটনায় গ্রেফতার হয়েছে সক্রিয় তৃণমূল নেতা। ভাঙড়ে রাজ্জাক খাঁ খুনের অভিযোগে মোফাজ্জল মোল্লা গ্রেফতার হয়েছেন। অভিযুক্ত আবার বিধায়ক সওকত মোল্লার ঘনিষ্ট বলে দাবি। মালদায়ও দলীয় নেতা খুনে গ্রেফতার হয়েছে তৃণমূল নেতা। এদিকে রাজ্যের আরেক বিধানসভা এলাকা দ্বিতীয় ভাঙড় হতে চলেছে অভিযোগ করেছেন খোদ ব্লক তৃণমূল সভাপতি। সেখানে মায়ের কোল খালি হলে বিধায়ক দায়ী থাকবেন বলেও তিনি ঘোষণা করেছেন। 

Advertisment

অমরনাথ যাত্রাপথে ভয়াবহ দুর্ঘটনা! তিনটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আর্তনাদ, হাসপাতালে হাহাকার

ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এবার মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরে মেহেবুব আলম। সাগরদিঘির দিয়ার বালাগাছি এলাকায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকে বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের ব্লক সভাপতি। তিনি বলেন, "যাঁরা আসল তৃণমূল, যাঁরা বুথ সভাপতি, যাঁরা তৃণমূলের জন্য পরিশ্রম করছে, তাঁদেরকে বিধায়ক বিভিন্নভাবে প্রত্যাঘাত করার চেষ্টা করছে।সাগরদিঘিকে দ্বিতীয় ভাঙড় করার চেষ্টা করছে বিধায়ক।"

Advertisment

মর্মান্তিক দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল পূণ্যার্থী বোঝাই গাড়ি, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে দেহ, মৃত্যুমিছিলে হাহাকার

এছাড়াও ব্লক সভাপতি গুচ্ছ গুচ্ছ অভিযোগ এনেছেন বিধায়কের বিরুদ্ধে। মেহেবুব আলম বলেন, "নিজের ব্যবসা বাঁচানোর জন্য বাইরন বিশ্বাস তৃণমূলে এসেছেন। শান্তিপ্রিয় সাগরদিঘিতে যাতে মানুষে মানুষে বিভেদ হয় তার চেষ্টা করছে বিধায়ক। আমাদের কোনও ভাইয়ের কোল খালি হলে তার জন্য দায়ী থাকবেন আপনি।" দল ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন ব্লক সভাপতি। 

যদিও এই বিষয় নিয়ে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি ফোন ধরেননি, এসএমএসের জবাবও দেননি। এদিকে রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বলেন, "এভাবে নিজেদের মধ্যে রক্তক্ষরণ হতে হতে তৃণমূল শেষ হয়ে যাবে।"

গায়ে আগুন দিয়ে ক্যাম্পাসেই ছুটছেন ছাত্রী, যৌন হেনস্থার ভয়ঙ্কর অভিযোগ, সরাসরি মোদীকে নিশানা তৃণমূলের

tmc