/indian-express-bangla/media/media_files/mbakHWvxPyqb5sIdL5gN.jpg)
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।
WB Assembly Election 2026:বছর ঘুরলেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। সামনের বছরের 'বড় যুদ্ধে' জয়ের লক্ষ্যে তৃণমূল বুধবার আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার শুরু করল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন করা হলো ‘আমিই বাংলার ডিজিটাল যোদ্ধা’ নামের বড়সড় যুব-নেতৃত্বাধীন ডিজিটাল উদ্যোগ।
ওয়াকিবহাল মহলের মতে, এই উদ্যোগ মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে BJP-র ‘বাঙলাবিরোধী ন্যারেটিভ’ মোকাবিলা এবং রাজ্যের অনলাইন পরিসরে বাঙালির সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয় রক্ষা করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে জনশক্তি-নির্ভর ডিজিটাল মুভমেন্ট হিসেবে বর্ণনা করেছেন, যার চারটি প্রধান লক্ষ্য রয়েছে — বাংলার ডিজিটাল আন্দোলনের নেতৃত্ব দেওয়া, রাজ্যের আত্মা রক্ষা করা, সৃজনশীলতা উদযাপন করা এবং ভবিষ্যতকে শক্তিশালী করা।
আরও পড়ুন-Fraud Case:বাটপারির এমন কায়দায় তাজ্জব পুলিশও! শেষমেশ পুলিশের দুরন্ত তৎপরতায় জালে প্রতারক
বর্ষীয়ান এক তৃণমূল নেতা এই ব্যাপারে সংবাদমাধ্যমে বলেছেন, “এই ডিজিটাল স্বেচ্ছাসেবকরা বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলা, বিভাজনমূলক ন্যারেটিভ চ্যালেঞ্জ করা এবং বাংলার প্রগতিশীল কণ্ঠস্বর সোশ্যাল মিডিয়ায় সম্প্রসারণের দায়িত্বে থাকবেন।”
এদিকে, তৃণমূল সূত্রে জানা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই তৎপরতা তৃণমূলের ২০২৬ নির্বাচনের আনুষ্ঠানিক সূচনা, যা প্রমাণ করে যে দল যুব ও প্রযুক্তিপ্রিয় ভোটারদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা গ্রহণ করেছে।
আরও পড়ুন-Cyclone:ফের সাগরে নিম্নচাপের চোখরাঙানি, আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, শীত নিয়ে রইল বড় আপডেট!
Bengal, our beloved motherland, is being hounded, humiliated, maligned, and vilified by Bohiragoto Bangla-Birodhi Zamindars who thrive on lies and propaganda, increasingly in the digital space where the battle now rages.
— Abhishek Banerjee (@abhishekaitc) October 16, 2025
It is upon us to stand up for Bengal’s rights, dignity,… pic.twitter.com/dPHtgUeuRX
দলের এই নয়া উদ্যোগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা, মিথ্যা ও অপপ্রচারের উপর ভর করে ক্রমবর্ধমানভাবে উত্তেজিত, অপমানিত, অপমানিত এবং অপমানিত হচ্ছে, যারা ডিজিটাল জগতে এখন যুদ্ধ তীব্রতর হচ্ছে।বাংলার অধিকার, মর্যাদা এবং সত্যের পক্ষে দাঁড়ানো, স্পষ্টতা এবং দৃঢ়তার সাথে লড়াই করা আমাদের দায়িত্ব। এই কারণেই আমি 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' শুরু করছি, যা একটি জন-চালিত, যুব-নেতৃত্বাধীন ডিজিটাল আন্দোলন যা বাংলার পরিচয় রক্ষা করবে, এর সত্যকে সমুন্নত রাখবে এবং ভারত ও বিশ্বের প্রতিটি কোণে তার গর্ব ও অগ্রগতির বার্তা পৌঁছে দেবে।"