TMC Leader Killed: ফের খুন। এবার দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। কুলপির চুনফুলি মোড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনার পরপরই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্য নূরউদ্দিন হালদার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতাবাদের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নামাজ পড়তে যাচ্ছিলেন পঞ্চায়েত সদস্য নূরউদ্দিন হালদার। সেই সময় দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। ধারালো অস্ত্র দিয়ে ওই তৃণমূল নেতাকে পরপর কোপায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূলের পঞ্চায়েত সদস্য নূরউদ্দিন হালদার।
পরে এলাকায় বোমাবাজি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। বোমাবাজির জেরে আরও একজন গুরুতরভাবে জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় নূরউদ্দিনকে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন- West Bengal News Live: বিরাট বিস্ফোরণে চ্ছিন্নভিন্ন একের পর এক দেহ, মারাত্মক অভিযোগ নিহতদের পরিবারের
আরও পড়ুন- North Bengal: এবার আরও কম খরচে পাহাড় বেড়ান, তৈরি ট্যাক্সি-বাস, NJP-তে নামলেই ফাটাফাটি বন্দোবস্ত!
এদিকে এই ঘটনার পর থেকে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বেই এই খুন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে। কুলপিতে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। খুনের প্রতিবাদে কুলপি থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি ও তাঁর অনুগামীরা।
আরও পড়ুন- North Sikkim: পর্যটকরা এখবরে আহ্লাদে আটখানা হবেন! নর্থ সিকিমের এই বিশেষ রুট খুলে গেল