land grabbing:কোটি টাকার জমি হাতাতে মহিলা ও তাঁর মেয়েদের মারধর, শ্লীতহানি, কাঠগড়ায় তৃণমূলের নেতারা

woman assaulted: কোটি টাকার জমি হাতাতে একটি অসহায় পরিবারের উপর হামলার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব

woman assaulted: কোটি টাকার জমি হাতাতে একটি অসহায় পরিবারের উপর হামলার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব

author-image
Madhumita Dey
New Update
Malda, land worth crores, land grabbing, woman assaulted, daughters molested, Trinamool leaders, land scam, women harassment, political atrocity, West Bengal,মালদা, কোটি টাকার জমি, জমি দখল, মহিলা মারধর, মেয়েদের শ্লীলতহানি, তৃণমূল নেতা, জমি কেলেঙ্কারি, নারী নির্যাতন, রাজনৈতিক অত্যাচার, পশ্চিমবঙ্গ

Malda News: বাড়িতে বিশেষ চাহিদাসম্পন্ন স্বামীকে নিয়ে নির্যাতিতা স্ত্রী।

women harassment:জমির দাম কোটি টাকা। আর সেই জমি অসহায় গৃহস্থের পরিবারের কাছ থেকে হাতিয়ে নিতে বাড়িতে ঢুকে মহিলাদের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি এবং পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো এলাকারই মাফিয়াদের বিরুদ্ধে। গত ২১ জুলাই এই হামলার ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত নালিশ জানানো হলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। প্রকাশ্যেই হামলাকারীরা ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। অবশেষে আক্রান্ত ওই পরিবারটি বিচার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে চিঠি লিখে পাঠালেন। ঘটনাটি মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর এলাকার।

Advertisment

আক্রান্ত ওই পরিবারের গৃহকর্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী মানসিক ভারসাম্যহীন। তাঁর বড় দুই মেয়ে রয়েছে। এলাকার কিছু দুষ্কৃতীরা তাঁদের ৭ কাঠা জমি দখল করে নিতে চাইছে। বর্তমানে রাজ্য সড়কের ধারে এই জমির দাম কোটি টাকা। পরিবারের অসহায়তার সুযোগ তুলে জমি মাফিয়ারা এই ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ। 

আক্রান্ত গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামীর চিকিৎসার জন্য প্রতি মাসে কয়েক হাজার টাকা খরচ হচ্ছে। স্বামীর চিকিৎসার জন্য শেষ সম্বল রয়েছে ওই ৭ কাঠা জায়গা। সেই জায়গাও এবার দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা। আর জমি দখলে বাঁধা দেওয়ায় মাটিতে ফেলে পেটানো হয় তাঁদের। সেই সঙ্গে জমি মাফিয়াদের হাতে শ্লীলতাহানির শিকার হন তাঁরা।

Advertisment

আরও পড়ুন- Durga Puja grant:দুর্গাপুজোর অনুদান আরও বাড়ল, ঢালাও ছাড় বিদ্যুতে, সব সরকারি ফি মকুব! ঘোষণা মুখ্যমন্ত্রীর

আক্রান্ত দম্পতির দুই মেয়ের অভিযোগ, "গত ২১ জুলাই দিনের বেলায় ওরা আমাদের বাগানের আমগাছ কেটে নিচ্ছিল। প্রতিবাদ জানানো হয়েছিল। এরপর ওই দিন রাতেই নীতিশ চন্দ্র দাস এবং নিখিল চন্দ্র দাস দলবল নিয়ে আমাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। আমাদের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করে। বাঁশ-লাঠি দিয়ে আমাদের মারধর করা হয়। এরপরই স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সেই সময় নিকটবর্তী হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করায় এবং অভিযুক্ত এই দুইজন সহ তার দলবলের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ অভিযুক্তদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি। অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছে। তাই এব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরে বিচারের চেয়ে চিঠি লিখে পাঠিয়েছি।"

আরও পড়ুন- WBJEE 2025 result Date: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আউট কবে? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই নীতিশ চন্দ্র দাস অবশ্য সম্পূর্ণ ঘটনাটি মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য , "ওই জমি নিয়ে মামলা চলছে। এমন কোনও ঘটনাই ঘটেনি। আমাদের মিথ্যা ভাবে ফাঁসানো হচ্ছে।" 
যদিও এই প্রসঙ্গে মোথাবাড়ি থানার পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, কী ঘটনা ঘটেছে তা তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন- Post Office: এদিক-ওদিক নয়, টাকা রাখুন পোস্ট অফিসে, ৫ বাম্পার স্কিমে দুর্দান্ত রিটার্ন!

tmc Malda molestation