/indian-express-bangla/media/media_files/2025/07/31/exam-2025-07-31-15-49-22.jpg)
WBJEE 2025 result Date: প্রতীকী ছবি।
WBJEE 2025 result:প্রকাশিত হতে চলেছে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশের দিনক্ষণ জানিয়ে দিলেন বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।
চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ঘোষণা হতে চলেছে আগামী ৭ আগস্ট। এই বছর পরীক্ষার পর তিন মাস কেটে গেল ফল প্রকাশ না হওয়ায় বিতর্ক তৈরি হয় এবং সেই সঙ্গে পরীক্ষার্থীদের মধ্যেও হতাশা বাড়তে থাকে। স্বাভাবিকভাবেই এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশের দিন ঘোষণায় স্বস্তিতে পরীক্ষার্থীরা।
সাংবাদিক বৈঠকে এদিন জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল। তবে এরই মধ্যে OBC সংক্রান্ত মামলা ইস্যুতে এই প্রক্রিয়া থমকে পড়ে। তবে এবার খোদ সুপ্রিম কোর্ট থেকে বিষয়টি নিয়ে জটিলতা মিটে যাওয়ায় সমস্যাও মিটেছে।
আরও পড়ুন- Post Office: এদিক-ওদিক নয়, টাকা রাখুন পোস্ট অফিসে, ৫ বাম্পার স্কিমে দুর্দান্ত রিটার্ন!
শীর্ষ আদালত থেকে এই ব্যাপারে জটিলতা কাটায় পরীক্ষার ফল ঘোষণার ব্যাপারে তৎপরতা নিতে শুরু করে জয়েন্ট বোর্ড। এই ব্যাপারে বোর্ডের সঙ্গে উচ্চশিক্ষা দপ্তরের আলোচনা হয়। সেই সব আলোচনার পরেই এবার পরীক্ষার ফলপ্রকাশের দিন জানিয়ে দিয়েছে জয়েন্ট বোর্ড।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পড়ুয়াদের তাঁদের জাতিগত শংসাপত্র আপলোড করতে হবে। আজ অর্থাৎ বৃহস্পতিবার ৩১ জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ২ অগাস্ট পর্যন্ত পড়ুয়ারা নির্দিষ্ট ওয়েবসাইটে জাতিগত শংসাপত্র আপলোড করার সুযোগ পাবেন।
এই বছর গত ২৭ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা হয়েছিল। কিন্তু ওবিসি তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। যদিও সম্প্রতি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। তারপরেই জয়েন্ট বোর্ড পরীক্ষার ফলপ্রকাশের ব্যাপারে তৎপরতা শুরু করে দেয়।