Humayun Kabir: দলের শোকজের জবাব দিলেন হুমায়ুন কবীর, কী লিখলেন চিঠিতে?

TMC MLA Humayun Kabir: গত বুধবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করেছিল তৃণমূল। এবার সেই শোকজের চিঠির উত্তর দিলেন হুমায়ুন।

TMC MLA Humayun Kabir: গত বুধবার মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করেছিল তৃণমূল। এবার সেই শোকজের চিঠির উত্তর দিলেন হুমায়ুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Humayun Kabir, TMC

TMC MLA Humayun Kabir: তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

tmc mla humayun kabir sent written reply to show cause notice: শোকজের উত্তর দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। গত বুধবার দল তাঁকে শোকজ করেছিল। তিন দিনের মধ্যে শোকজের চিঠির জবাব চেয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার সেই শোকজ চিঠির জবাব দিলেন হুমায়ুন কবীর। ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে শোকজের উত্তর লিখে পাঠিয়েছেন হুমায়ুন।

Advertisment

সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বকে পাঠানো চিঠিতে হুমায়ুন কবীর জানিয়েছেন, দলের কোনও ক্ষতি হোক সেটা তিনি চান না। এমনকী তিনি কাউকে আঘাত করার জন্যও কিছু বলেননি। তবে কয়েকটি অভিযোগ সম্পর্কে দলকে জানিয়েও কোনও লাভ না হওয়ায় আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি। আবেগের বশেই কিছু কথা তিনি বলে ফেলেছিলেন। 

উল্লেখ্য, কলকাতায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর দুষ্কৃতী হামলার পর পরই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) অবিলম্বে উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী করার চিন্তাভাবনা করা উচিত বলেও প্রকাশ্যে মন্তব্য করেছিলেন হুমায়ুন। হুমায়ুনের সেই মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়েছিল শাসকদল তৃণমূল। তাঁর সেই মন্তব্যের দিন কয়েকের মাথায় তাঁকে শোকজ করে তৃণমূল। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা, বাংলাদেশে ISKCON-কে ভাতে মারার গভীর ষড়যন্ত্র?

আরও পড়ুন- Kuntal Ghosh:অবশেষে স্বস্তি কুন্তল ঘোষের, এবার CBI মামলাতেও জামিন দিল সুপ্রিম কোর্ট

গতকাল রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। হুমায়ুনকে দেখা মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন "শোকজের জবাব আগে দাও। এত কথা কেন বলো? বেশি বলো না।" এরপর শুক্রবারই হুমায়ুন কবীর শোকজের উত্তর পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। তবে তাঁর সেই উত্তরে দল কতটা সন্তুষ্ট তা সময়ই বলবে।

আরও পড়ুন- Kolkata Metro: পাতালপথে 'সোনার ইতিহাস' কলকাতা মেট্রোর! বিবৃতি দিয়ে জানাল কর্তৃপক্ষ

tmc Bengali News Humayun Kabir Bangla News Bengali News Today CM Mamata banerjee news in west bengal news of west bengal