ED-Sudipto Roy: ED-র দফতরে তৃণমূলের চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়। এর আগে শ্রীরামপুরের বিধায়কের বাড়ি-নার্সিংহোম-বাংলো বাড়িতে একটানা তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেশ কিছু নথি ও সুদীপ্ত রায়ের তিনটি মোবাইল ফোন ED বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছিল। এরপর বৃহস্পতিবারই তাঁকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সের দফতরে।
বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে চিকিৎসক সুদীপ্ত রায় বলেন, "আমার তিনটে ফোন সিজ করে নিয়ে গেছে। আমার বাড়িতে ওরা তল্লাশি করেছে। হাসপাতালের কিছু নথি ছিল। সেগুলো নিয়ে গেছে। কোনও দুর্নীতি নয়। আখতার আলির অভিযোগের ভিত্তিতেই তল্লাশি করেছে।"
উল্লেখ্য, গত মঙ্গলবার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় সুদীপ্ত রায়ের সিঁথির মোড়ের কাছে বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই সঙ্গে ম্যারাথন তল্লাশি চলে বাড়ি লাগোয়া নার্সিংহোমেও। কেন্দ্রীয় সংস্থার আরও একটি দল গিয়েছিল হুগলির দাঁড়পুরে তাঁর বাংলোয়। সব মিলিয়ে সুদীপ্ত রায়ের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সঙ্গে তৃণমূলের চিকিৎসক বিধায়কের তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন- Junior Doctors Protest: সন্দীপ ঘনিষ্ঠ অভীক প্রায়ই যেতেন মালদা মেডিক্যালে! কারণ জানতে তুমুল বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের
আরও পড়ুন- Mamata Banerjee: 'এটা পরিকল্পিত!' এবার বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন- Howrah Incident: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের একাংশ, ঘুমের মধ্যেই মৃত্যু চার জনের, মর্মান্তিক ঘটনায় বুক কেঁপে উঠবে
উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই সুদীপ্ত রায়ের। সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর থেকেই সুদীপ্ত রায়ও স্ক্যানারে ছিলেন কেন্দ্রীয় সংস্থার। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের ভিত্তিতে আর্থিক দুর্নীতির তদন্তে নামে ED-ও। তারই ভিত্তিতে এবার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ তৃণমূল বিধায়ককে।
আরও পড়ুন- Vande Bharat: নামমাত্র ভাড়াতেই 'জমাটি খানা', 'স্বপ্নের সফর' বন্দে ভারতে! হাওড়া থেকেই ছুটছে দুই ট্রেন