/indian-express-bangla/media/media_files/2025/09/04/mamata-ba-2025-09-04-16-26-02.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের পর এবার দলের গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়। 'শৃঙ্খলা না থাকলে সেই দল এগোতে পারে না', বিজয়া সম্মেলনীতে বিস্ফোরক মন্তব্য টিএমসি বিধায়কের।
আরও পড়ুন-রবিবার ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, 'প্রমোদের ভ্রমণ', কটাক্ষ শুভেন্দুর
গতকাল রাখঢাক না করেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন "যদি কোনও একটা পার্টি খেলা-মেলার মধ্যে চলে যায়, তবে তার পলিটিক্যাল সেন্স চলে যায়। আমাদের মনে রাখতে হবে ৬ মাস পরে নির্বাচন। জেতাটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করবেন না। পলিটিক্স ভুলে গেলে চলবে না। যারা ক্ষমতায় আসা পার্টিতে আছেন তারা কি মনে রাখছেন এটা শহিদদের পার্টি? নাকি ভাবছেন, এর মধ্যে যা কামিয়ে নেওয়ার কামিয়ে নিই। এটা মূল বিষয় যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে।"তাঁর এই মন্তব্যের পরই রাজ্য-রাজনীতিতে শুরু হয় তোলপাড়।
আরও পড়ুন-কোনও পার্টি খেলা-মেলায় চলে গেলে তার পলিটিক্যাল সেন্স চলে যায়: সৌগত রায়
সৌগত রায়ের দেখানো পথে হেঁটেই বিস্ফোরক মন্তব্য রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়ের। ঠিক কী বলেছেন তিনি? বিজয়া সম্মেলনীতে এসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'দলে যদি শৃঙ্খলা না থাকে, তাহলে সেই দল এগোতে পারে না। দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, সেটা বাইরে প্রকাশ করা ঠিক নয়'। পরিবারেও আমরা তাই করি। স্বামী-স্ত্রীর ঝগড়া কোন ভদ্র পরিবার বাইরে আনে না। দলে যদি শৃঙ্খলা না থাকে তাহলে সেই দল কোনভাবেই এগোতে পারে না"। এদিকে তৃণমূল বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে।
শাসক বিধায়কের এহেন মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য-বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "তাপস চট্টোপাধ্যায়ের একটা রাজনৈতিক অতীত আছে। সিপিএমের প্রতিনিধি ছিলেন উনি। রাজ্যের মানুষের তৃণমূলের এই ধরণের মন্তব্যে কোন আগ্রহ নেই। কীভাবে ভোট হয় তাপস চট্টোপাধ্যায় জানেন না? রাজারহাট গোপালপুরে কীভাবে ভোট হয় উনি জানেন না? তৃণমূল কংগ্রেস কারা চালায় তা উনি জানেন না? আসলে খবরে ভেসে থাকতেই এই ধরণের বিবৃতি উনি দিয়েছেন। তৃণমূলকে নিয়ে মানুষের আর কোন আগ্রহ নেই।"