Advertisment

Abhishek Banerjee: সাধারণ মানুষের সুবিধার্থে বাম্পার প্ল্যান অভিষেকের! ডায়মন্ড হারবার কী ঘটতে চলেছে জানেন?

Abhishek Banerjee: সম্প্রতি নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে গিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়ক, পুর প্রতিনিধি ও দলের অন্য নেতৃবৃন্দের সঙ্গে তাঁর বৈঠক হয়। সেখানেই নয়া পরিকল্পনার কথা জানিয়েছেন অভিষেক।

author-image
IE Bangla Web Desk
New Update
 Abhishek Banerjee's initiative to start health camp in Diamond Harbour: ডায়মন্ড হারবারে স্বাস্থ্য শিবির চালু করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়

TMC MP Abhishek Banerjee: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TMC MP Abhishek Banerjee-Diamond Harbour: এই বছর দুর্গাপুজোর আগে থেকে চিকিৎসার জন্য বেশ কিছুদিন বাইরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিছুদিন আগে চোখের চিকিৎসা করিয়ে ফিরে এসেছেন তিনি। সম্প্রতি নিজের সংসদীয় এলাকাডায়মন্ড হারবারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে এবার অভূতপূর্ব এক কর্মসূচির কথা ঘোষণা করেছেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

কী হতে চলেছে ডায়মন্ড হারবারে?

নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড জুড়ে এবার স্বাস্থ্য শিবির করতে চাইছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এই তৎপরতার প্রস্তুতি পুরোদমে শুরু করে দিতে নির্দেশ দিয়েছেন তিনি। জানা গিয়েছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭ বিধানসভা এলাকায় এমন আড়াইশো থেকে ৩০০টি স্বাস্থ্য শিবির চালু করা হবে। ৫০০-র বেশি চিকিৎসক সেই সব শিবিরগুলিতে থাকবেন। এলাকার মানুষজন সেই সব শিবিরে এসে তাঁদের নানাবিধ শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন। 

এর আগে করোনা কালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল (Diamond Harbour Model) দারুণ চর্চা ফেলে দিয়েছিল। দিকে দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল নিয়ে কথা উঠেছিল।

আরও পড়ুন- Digha: দিঘায় সমুদ্র-স্নানের আনন্দ বেড়েছে কয়েকগুণ! তুমুল উৎসাহ পর্যটকদের, জানলে দৌড়োবেন আপনিও!

আরও পড়ুন- Snake: পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম! বিষধর এই সাপের খোঁজ বাংলাতেও, কোথায় জানেন?

আরও পড়ুন- Chandannagar Jagadhatri Puja: নবমীর রাতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় অবাক কাণ্ড! এমন ঘটনায় তাজ্জব দর্শনার্থীরা

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের কোভিড পরীক্ষা করানো থেকে শুরু করে তাঁদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেই সময় অভূতপূর্ব এক সুবিধা মিলেছিল। এবার তাই স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অভিষেকের এই নয়া তৎপরতা নিয়েও দারুণ আশাবাদী ডায়মন্ড হারবারের তৃণমূল নেতৃত্ব।

Abhijit Banerjee TMC MP Diamond Harbour
Advertisment