Christmas 2024: বড়দিনের (Christmas) আগে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ (Bandel Church)। বড়দিনের আগে এবার ব্যান্ডেল চার্চ ঘুরে গেলেন এলাকার সাংসদ তথা 'দিদি নম্বর ওয়ান' (Didi No 1) খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। ক্রিসমাসের সময় ব্যান্ডেল চার্চে ফি দিন ভিড় লেগেই থাকে। মঙ্গলবার দুপুরে হঠাৎ চার্চে হাজির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে দেখতেও এদিন ভিড় ছিল উপচে পড়ার মতো।
এদিন ব্যান্ডেল চার্চে এসে রচনা বলেন, "এই চার্চ দর্শনটা আমার কাছে ভীষণ আকর্ষণীয়। আমি আগেই ঠিক করেছিলাম বড়দিনের আগে আমি এই চার্চে আসব। এখানকার ফাদারের সঙ্গে দেখা করব। এখানকার বাচ্চাদের কেক খাওয়াবো এবং অবশ্যই প্রভু যীশুখ্রিস্টের কাছে প্রার্থনা জানাব। আমার সব ইচ্ছাই পূর্ণ হয়েছে। ক্রিসমাস অসম্পূর্ণ যদি ব্যান্ডেল চার্চে না আসা হয়।"
এরই পাশাপাশি সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে রচনা এদিন বলেন, "বড়দিন কেক ছাড়া অসম্পূর্ণ। তাই আমি চার্চের আবাসিক শিশুদের জন্য কেক ও কিছু উপহার নিয়ে এসেছিলাম। তাদের দিয়ে আমি খুব খুশি। তারাও আমাকে ক্রিসমাস ক্যারোল শুনিয়েছে। ফাদার আমাকে কেক খাইয়েছেন। সব মিলিয়ে ২৪ ডিসেম্বরের দুপুরটা ভালোই কাটালাম।"
আরও পড়ুন- West Bengal News Live: রেশন দুর্নীতি মামলায় ED-র জালে জ্যোতিপ্রিয়র CA সহ ৩
আরও পড়ুন- Barasat News: গরিবের কাছে ইনি যেন ভগবানের দূত! নিজ গুণেই অদ্বিতীয় এই মহতী চিকিৎসক
আরও পড়ুন- Partha Chatterjee: এবারও শিকে ছিঁড়ল না পার্থ চট্টোপাধ্যায়ের, ফের জামিনের আবেদন খারিজ হাইকোর্টে
রচনা এদিন আরও বলেন, "কেক ছাড়া তো ক্রিসমাস অসম্পূর্ণ। আমি কেক বানাতে খুব পারদর্শী। প্লেন কেক থেকে ফ্রুট কেক সবই বাড়িতে বানাই। তবে গত দু'দিন ধরে হুগলিতে থাকায় এবারে আর হল না। তবে ইচ্ছে আছে আমি রাতেই বাড়ি চলে যাব, আগামী কাল কেক বানাব বাড়িতে গিয়ে। কেক ছাড়া কুকিজ, চকলেট ও বানাই।" অন্যদিকে, ব্যান্ডেল চার্চের ফাদার (প্রায়র) জন. পি. চালিল বলেন, "আমরা আনন্দিত যে আমাদের স্থানীয় সাংসদ এই চার্চে এসেছেন। তিনি এখানে প্রভুর কাছে প্রার্থনাও করেছেন। আমরা আমাদের মতো করে তাঁকে সন্মান জানিয়েছি। চার্চের দরজা সবার জন্য খোলা।"