RG Kar Incident-Sukhendu Sekhar Roy: আরজি কর কাণ্ডে কলকতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারি চেয়েছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর সেই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন জোড়াফুলেরই নেতা কুণাল ঘোষ। তবে এরপরেও নিজের বক্তব্য থেকে একচুলও সরছেন না বর্ষীয়ান তৃণমূল সাংসদ। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিকে টেলিফোনে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় আরও একবার আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সাংসদ।
এবার কী বললেন সুখেন্দুশেখর রায়?
"ভারতবর্ষের সংবিধান প্রত্যেক নাগরিককে বাক স্বাধীনতা দিয়েছে। সুতরাং আমি যা বলার বলছি, আরেকজন যা বলার বলবে। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। আমি আমার বক্তব্যে অনড় আছি। বাকিরা কে বললো সেটা তাঁদের জিজ্ঞেস করুন।"
উল্লেখ্য, আরিজ কার কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক একিট পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসবার সাংসদ সুখেন্দুশেখর রায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, ""CBI-কে সুষ্ঠুভাবে কাজ করতে হবে। কেন আত্মহত্যার গল্প ভাসিয়ে দেওয়া হয়েছিল, প্রাক্তন অধ্যক্ষ ও পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জেরা প্রয়োজন। কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হল, কারা রায়কে এত শক্তিশালী হতে সাহায্য করল। কেন ঘটনার ৩ দিন পর স্নিফার ডগ নিয়ে যাওয়া হল। এমনই ১০০ প্রশ্ন উঠেছে। তাদের বলতে হবে।"
আরও পড়ুন- তৃণমূলের অন্দরেই সুনামি-স্রোত! CP, সন্দীপের গ্রেফতারির দাবি সুখেন্দুশেখরের, কী বললেন কুণাল?
আরও পড়ুন- আরজি কর-আন্দোলন ইস্যুতে হঠাৎ অভিষেককে জড়ালেন কুণাল, 'বড় কথা' সন্দীপ ঘোষকে নিয়েও
সুকেন্দুশেখর রায়ের ব্কব্যের বিরোধিতা করে পাল্টা পোস্ট করেছেন কতুণা ঘোষ। তিনি লিখেছেন, ""আরজি করের ঘটনার ন্যায্য বিচার দাবি করছি। কিন্তু সিপি সংক্রান্ত এই দাবির তীব্র বিরোধিতা করছি। তথ্য পাওয়ার পর তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে সিপি তারঁ কাজ করেছিলেন এবং তদন্ত একটি ইতিবাচক ফোকাসে ছিল। এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক, তাও আমার সিনিয়র নেতার কাছ থেকে।"
আরও পড়ুন- আরজি কর কাণ্ড: হঠাৎ কী কঠোর পদক্ষেপ কলকাতা পুলিশের? যা নিয়ে ফুঁসছে বিরোধীরা