Tmc protests in Kharagpur demanding Dilip Ghosh's arrest: এবার খড়গপুরে BJP নেতা দিলীপ ঘোষের গ্রেফতারি চেয়ে বিক্ষোভ তৃণমূলের। খড়্গপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ স্থানীয় তৃণমূলের কর্মী-সমর্থকদের। দিলীপ ঘোষ বাড়িতে না থাকাকালীন তাঁর বাড়ির বাইরে বিক্ষোভ শাসকদলের কর্মীদের। "এবার বাড়িতে ঢুকে মেরে আসব।" শনিবার সকালেই তৃণমূলকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ ঘোষ। BJP নেতার এই মন্তব্যেই ক্ষোভে ফুঁসছে এলাকার তৃণমূল নেতৃত্ব।
শনিবার বেলা বাড়লেই খড়গপুরে দিলীপ ঘোষের বাড়ির বাইরে জড়ো হয় একদল তৃণমূল কর্মী-সমর্থক। বিজেপি নেতার গ্রেফতারি চেয়ে সরব তৃণমূল। সেই সময় দিলীপ ঘোষ বাড়িতে ছিলেন না। তবে তাঁর বাড়িতে বিক্ষোভ হচ্ছে শুনে ফের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন সাংসদ। তিনি বলেন, "খড়গপুর কারও বাপের জায়গা নয়। দিলীপ ঘোষ কারও পরোয়া করে না। আগে জানিয়ে আসতে পারত, তাহলে ট্রিটমেন্টটা তৈরি রাখতাম।"
উল্লেখ্য, শুক্রবার খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এলাকায় যাওয়ার আগেই সেখানে আগেভাগে জড়ো হয়ে গিয়েছিলেন বেশ কিছু মহিলা। তিনি যেতেই তাঁকে ঘিরে শুরু হয় প্রবল বিক্ষোভ। তাঁদের সঙ্গে তুমুল বচসা শুরু হয়ে যায় দিলীপ ঘোষের। এমনকী উত্তপ্ত বাক্য বিনিময় পর্যন্ত হয়েছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে শনিবার সকালে তৃণমূলকে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা যায় দিলীপ ঘোষকে।
আরও পড়ুন- Dilip Ghosh: 'বাড়ি থেকে টেনে এনে মারব', ফের মাঠে নেমে আগুনে হুঁশিয়ারি শুরু ডাকাবুকো দিলীপের
তিনি বলেন, "এই ধরনের বেয়াদপি যদি কেউ করতে আসে, সে যে পার্টিরই হোক, তাকে বাড়ি থেকে বের করে এনে রাস্তায় পিটব, সে যত বড় নেতাই হোক। দিলীপ ঘোষ কারও বাপের খায় না, কারও জমিদারিতে পা দেয় না। দিলীপ ঘোষের মেজাজ এমনই থাকবে। তৃণমূল যদি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি...বাড়িতে ঢুকে মারব, না হয় বাড়ি থেকে টেনে এনে চৌরাস্তায় মারব।" BJP নেতার এই হুঁশিয়ারির পরপরই খড়গপুরে তাঁর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে তৃণমূল।
আরও পড়ুন- West Bengal News Live:দার্জিলিঙে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া পাহাড়নগরীতে
এদিকে, দিলীপ ঘোষের হুঁশিয়ারি শুনে তাঁকে পাল্টা আক্রমণ শানিয়েছেন খড়গপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমান তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার। তিনি বলেন, "তৃণমূল চুড়ি পড়ে নেই। তৃণমূল চাইলে দিলীপ ঘোষ এলাকায় বেরোতেই পারত না। উনি বাইরে থেকে এসেছেন, খড়গপুরকে আগে জানুন। আগামীদিনে যা বলবেন ভেবে বলবেন, আগামী দিনে উনি খড়গপুরেই ঢুকতে পারবেন না, যদি তৃণমূল চায়।"
আরও পড়ুন- Santanu Banerjee:নিয়োগ-কাণ্ডে কোটি-কোটি টাকা লুঠের অভিযোগ, জামিনে বাড়ি ফিরতেই শান্তনু পেলেন 'বীরের সম্মান'
দিলীপ ঘোষকে আক্রমণ শানিয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত ঘোষও। তিনি বলেন, "দিলীপ ঘোষ কু-কথা বলতে অভ্যস্ত। কু-কথা বলত বলে দিলীপ ঘোষকে ওর পার্টিই আগে যেখানে দাঁড়াত সেখানে মনোনয়ন দেয়নি। যেখানে দিয়েছে সেখানেও হেরেছে। দলেও ওঁর কোনও গুরুত্ব নেই। ওঁকে নিয়ে বলে ওঁকে গুরুত্ব দেব না।"