Digha:বিরাট বিপত্তি দিঘায়! স্বাধীনতা দিবসের আগের দিনেই মর্মান্তিক মৃত্যু

Tourist Death: স্বাধীনতা দিবসের আগের দিনেই রাজ্যের সৈকতনগরী দিঘায় এমন মর্মান্তিক কাণ্ডে পর্যচক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Tourist Death: স্বাধীনতা দিবসের আগের দিনেই রাজ্যের সৈকতনগরী দিঘায় এমন মর্মান্তিক কাণ্ডে পর্যচক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

author-image
Debanjana Maity
New Update
digha-tourist-guide-book-launch-2025

Digha: দিঘার সমুদ্র সৈকত।

Holiday tragedy:বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার আকাশ ছিল মেঘে ঢাকা। দফায় দফায় বৃষ্টি চলে। আর সেই কারণেই উত্তাল হয়ে পড়ে সমুদ্র। উত্তাল সমুদ্রে স্নানে নেমে এক মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার দুই পর্যটক। উত্তাল সমুদ্রের প্রবল ঢেউয়ে তলিয়ে যায় দুই পর্যটক। 

Advertisment

তাদের মধ্যে একজনকে সঠিক সময়ে উদ্ধার করা গেলেও, অপরজনের জীবন বাঁচানো সম্ভব হয়নি। মৃত ব্যক্তি হলেন হাওড়ার লিলুয়ারের বাসিন্দা শংকর হাজরা, বয়স ৪৮।

তাকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপর পর্যটক হলেন ওড়িশার বাসিন্দা নারায়ণ সাউ, যাকে সঠিক সময়ে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গেছে, এই দুইজন পর্যটক দিঘায় ভ্রমণ ও সমুদ্র স্নানের জন্য এসেছিলেন।

Advertisment

আরও পড়ুন- Congress:কংগ্রেসে ভাঙনের সুর, সভাপতি পদে প্রয়াত রাষ্ট্রপতি-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের নিয়োগে ক্ষোভ

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগ এবং তীব্র হাওয়ার কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল ছিল। প্রবল ঢেউ ও শক্তিশালী স্রোতের মধ্যে পর্যটকরা যখন সমুদ্রস্নানে নামেন, তখন সামান্য সময়ের মধ্যেই তারা সমুদ্রে তলিয়ে যান। পুলিশ ও কোস্টগার্ড তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুন- Arijit Singh:বিশ্বখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, কারণ জানলে চমকে যাবেন!

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমুদ্রের ঢেউ এমন উঁচু ছিল যে পর্যটকরা মাত্র কয়েক মিনিটের মধ্যে বিপদে পড়েন। কিছু পর্যটক সঠিক সময়ে সুরক্ষিত স্থানে ফিরে যেতে সক্ষম হলেও শংকর হাজরার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

আরও পড়ুন- Independence Day 2025:রবিবার নয়, বাংলার শতাব্দী প্রাচীন এই স্কুলে ছুটি সোমবার, নেপথ্যে স্বাধীনতার গৌরবোজ্বল কাহিনী!

নারায়ণ সাউকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়। নিহত শংকর হাজরার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের  মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে, নারায়ণ সাউ বর্তমানে সুস্থ আছেন।

Bengali News Today Death Digha Tourist Die