Durga Puja 2025: অবহেলা নয়, স্বীকৃতি! তৃতীয় লিঙ্গের চার কৃতীর হাতেই শারদোৎসবে সৃষ্টির অনন্য প্রকাশ!

Purba Bardhaman News: গত কয়েক বছর ধরে এই শিল্পীরা দেবী মূর্তি বানিয়ে চলেছেন। তাঁদের হাতে তৈরি দেবী মাতার মূর্তির প্রশংসার ঢল সর্বত্র।

Purba Bardhaman News: গত কয়েক বছর ধরে এই শিল্পীরা দেবী মূর্তি বানিয়ে চলেছেন। তাঁদের হাতে তৈরি দেবী মাতার মূর্তির প্রশংসার ঢল সর্বত্র।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Third gender idol makers,  Durga idol Burdwan,  Palla-Chanchai artists  ,Ruby Samaddar Bobby Das Meera Mondal Kiran Jana,  Biplab Mitra mentor  ,Hinduism diversity in creation,  Sharodotsav 2025 idols,  Purba Bardhaman Durga Puja  ,Contribution of transgender in idol making  ,Community Durga Puja idols,তৃতীয় লিঙ্গ প্রতিমা শিল্পী  ,দুর্গা প্রতিমা বর্ধমান,  পাল্লা-চাঁচাই শিল্পী  ,রুবি সমাদ্দার ববি দাস মীরা মণ্ডল কিরণ জানা,  বিপ্লব মিত্র গুরু,  হিন্দুধর্ম সৃষ্টি বৈচিত্র্য  ,শারদোৎসব ২০২৫ প্রতিমা  ,পূর্ব বর্ধমান দুর্গাপূজা,  প্রতিমা শিল্পে তৃতীয় লিঙ্গের অবদান  ,সার্বজনীন দুর্গোৎসব প্রতিমা

Durga Puja 2025: দেবী মূর্তি বানানোর শেষ মুহূর্তের কাজ চলছে।

হিন্দুধর্মে সৃষ্টি বৈচিত্র্যের অংশ হিসেবে দেখা হয় তৃতীয় লিঙ্গের মানুষজনকে। বছরের পর বছর ধরে শারদোৎসবে সেই সৃষ্টিরই অনন্য প্রকাশ ঘটিয়ে চলেছেন তৃতীয় লিঙ্গের চার প্রতিমা শিল্পী। এবছরও তাঁদের হাতে তৈরি দেবী দুর্গার প্রতিমা পূজিত হবেন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন মণ্ডপে। অন্নের সংস্থানে দুর্গতিনাশিনী দেবী দুর্গা,এই তৃতীয় লিঙ্গের প্রতিমা শিল্পীদের বড় ভরসা।

Advertisment

বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের অখ্যাত গ্রাম পল্লা-চাঁচাই। তৃতীয় লিঙ্গের চার প্রতিমা শিল্পী রুবি সমাদ্দার, ববি দাস, মীরা মণ্ডল ও কিরণ জানা, পাল্লা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা এঁরা। এঁদের কেউ মাধ্যমিক পাশ করেছেন, আবার কেউ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। আর্থিকভাবেও এঁদের পরিবার অস্বচ্ছল। নিজের ও পরিবারের অন্নের সংস্থানের জন্য, দেব-দেবীর মূর্তি বানাতে শুরু করেন এঁরা। 

রুবি সমাদ্দার বলেন, "আমি,ববি, মীরা ও কীরণ তৃতীয় লিঙ্গের বলে সমাজ আমাদের ব্যাঁকা চোখে দেখে। আমাদের পরিবারের কাছেও আমরা একপ্রকার ব্রাত্য। কিন্তু আমাদের ব্রাত্য করে দেননি পাল্লা-চাঁচাই ৩ নম্বর ক্যাম্প এলাকার প্রতিমা শিল্পী বিপ্লব মিত্র।"

Advertisment

আরও পড়ুন- Calcutta High Court:পরিযায়ী শ্রমিক মামলায় হাইকোর্টে মুখ পুড়ল কেন্দ্রীয় সরকারের, পুজোর মুখে কী নির্দেশ আদালতের?

প্রতিমা তৈরিতে তাঁদের আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু এই শিল্পের কাজ শিখে স্বাবলম্বী হয়ে ওঠার মতো কারও সহচর্য্য তাঁরা পাচ্ছিলেন না। সেই সময় তাঁরা বিপ্লব মিত্রের শরণাপন্ন হন। বিপ্লব মিত্র তাঁদের ফিরিয়ে না দিয়ে নিজের প্রতিষ্ঠানে মাটির প্রতিমা তৈরির কাজ শেখার সুযোগ তাঁদের করে দেন। সেই থেকে প্রায় ৭-৮ বছর হল বিপ্লব মিত্রের কাছে সহকারী শিল্পী হিসাবে সারাটা বছরই প্রতিমা তৈরির কাজ করে থাকেন রুবিরা। তার জন্য দৈনিক ৩৫০ টাকা পারিশ্রমিক পান তাঁরা। 

এই বছর রুবি, ববি, মীরা ও কিরণকে সঙ্গে নিয়ে ছোট-বড় মিলিয়ে ১৬টি দুর্গা প্রতিমা তৈরি করেছেন বলে বিপ্লব মিত্র। তার মধ্যে রয়েছে জামালপুরের পাঁচরা উত্তরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির অপরূপ দুর্গা প্রতিমা। ডাকের সাজে সজ্জিত সেই প্রতিমার রূপ সজ্জা মুগ্ধ করেছে পাঁচরা গ্রামের বাসিন্দাদের।

আরও পড়ুন- Abhishek Banerjee:'যারা বলতো বাংলায় পুজো হয় না, তারাই আজ পুজোর উদ্বোধনে', শাহকে খোঁচা অভিষেকের

গ্রামের বাসিন্দা প্রেমনাথ ঘোষ বলেন, “হিন্দুধর্মে সৃষ্টি বৈচিত্র্যের অংশ হিসেবে দেখা হয় তৃতীয় লিঙ্গের মানুষজনকে। আমাদের গ্রামের দুর্গা প্রতিমায় সেই সৃষ্টি বৈচিত্রেরই প্রকাশ ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তৃতীয় লিঙ্গের চার প্রতিমা শিল্পী রুবি,ববি,মীরা,কীরণ এবং তাঁদের গুরু বিপ্লব মিত্র। এঁরা সত্যি যেন দেবী মহামায়ার কৃপাধন্য প্রতিমা শিল্পী হয়ে উঠেছেন।"

আরও পড়ুন-West Bengal news live Updates: উৎসব আবহে বিরাট নির্দেশ হাইকোর্টের, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কী জানালো আদালত?

বিপ্লব মিত্র বলেন, “রুবি,ববি,মীরা ও কীরণ তৃতীয় লিঙ্গের বলে ওদের অবহেলা করার কিছু নেই। ওরাও মানুষ। ওদের নিয়ে প্রতিমা তৈরির কাজ করে আমি সন্তুষ্ট ।ওরা এখন ভালই কাজ শিখে গেছে। আমাদের তৈরি দেব-দেবীর মূর্তি এখন বিভিন্ন জায়গায় প্রশংসাও কুড়োচ্ছে।"

Durga Puja 2025 Purba Bardhaman Bengali News Today