TMC:'সবটাই অমিত শাহের খেলা', ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধিদের বাধায় রেগে আগুন মমতা!

TMC delegation: গতকালই আগরতলায় তৃণমূলের সদর কার্যালয়ে হামলা চলেছে। তার পরের দিনেই অর্থাৎ বুধবার আগরতলায় প্রতিনিধি দল পাঠিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TMC delegation: গতকালই আগরতলায় তৃণমূলের সদর কার্যালয়ে হামলা চলেছে। তার পরের দিনেই অর্থাৎ বুধবার আগরতলায় প্রতিনিধি দল পাঠিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
তৃণমূল প্রতিনিধি দল, গাড়ি নাদেয়া, পুলিশ বাধা, মমতা বন্দ্যোপাধ্যায়, আগরতলা বিমানবন্দর  Tripura, TMC delegation, car denied, police obstruction, Mamata Banerjee, Agartala airport

TMC delegation: দলের প্রতিনিধিদের হেনস্থা ইস্যুতে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকালই আগরতলায় তৃণমূলের সদর কার্যালয়ে বেপরোয়া ভাঙচুর, তাণ্ডব চলেছে। ঠিক তার পরের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ত্রিপুরায় তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল। তবে এবারও আগরতলা বিমানবন্দরে নামতেই তৃণমূল প্রতিনিধিদের যারপরনাই অস্বস্তির মুখে পড়তে হয়। আগরতলার পার্টি অফিসে যেতে গাড়ি পর্যন্ত মিলছিল না। পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেধে যায় কুণাল ঘোষ, সুস্মিতা দেব, সায়নী ঘোষদের। এদিকে, দলের প্রতিনিধিদের হেনস্থা নিয়ে রেগে আগুন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনা করেই তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সেই সঙ্গে আরও একবার মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisment

বুধবার আগরতলা বিমানবন্দর থেকে ৬ সদস্যের তৃণমূল প্রতিনিধি দলকে নিয়ে যেতে চারটি গাড়ির বন্দোবস্ত করা হয়েছিল। প্রতিনিধি দলে থাকা কুণাল ঘোষ, সায়নী ঘোষ, সুস্মিতা দেবদের অভিযোগ, তাঁদের আনতে যাওয়া চারটি গাড়ির মধ্যে তিনটিকেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর প্রায় আড়াই ঘণ্টা বিমানবন্দরেই অপেক্ষা করতে থাকেন তাঁরা। এরই মধ্যে পুলিশের সঙ্গে তর্কাতর্কি পর্যন্ত বেধে যায় তাদের। তাঁদের অভিযোগ, BJP নেতৃত্বের চাপে তাঁদের সঙ্গে আরও একবার আগরতলায় চূড়ান্ত সহযোগিতা করা হচ্ছে। যদিও ঘণ্টা আড়াই পরে তৃণমূলের প্রতিনিধি দলটির জন্য দুটি গাড়ির বন্দোবস্ত করে পুলিশ।

আরও পড়ুন- Supreme Court:অযোগ্যদের নামের তালিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট, SSC-কে নয়া নির্দেশ

Advertisment

এদিকে তাঁর দলের প্রতিনিধিদের আগরতলায় এভাবে হেনস্থা হতে দেখে রেগে আগুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় তিনি এদিন বলেন, "ত্রিপুরায় আমাদের টিমকে আটকানো হয়েছে। ত্রিপুরায় আমাদের টিমকে প্রিপেড ট্যাক্সিও দেওয়া হয়নি। আমি হেঁটে যাওয়ার নির্দেশ দিই। আমি বলি, সেরকম হলে আমি যাব, দেখি কার কত দম! গণতন্ত্রের বড় বড় কথা বলে বিজেপি। ত্রিপুরায় অভিষেকের গাড়িতেও হামলা চালিয়েছিল।"

আরও পড়ুন- West Bengal News Live Updates: অবশেষে ত্রিপুরায় তৃণমূল প্রতিনিধিদের জন্য গাড়ির ব্যবস্থা, নিরাপত্তার অভাব বোধ কুণাল-সায়নীদের

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, "প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে আমরা রাজনীতি করি না। কিন্তু প্রধানমন্ত্রী যখন রাজনীতি করেন তখন আমাদের দুঃখ হয়। এই সরকার দেশকে শেষ করে দেবে। উৎসবের মধ্যেই SIR নির্দেশ দিয়েছে। সবটাই অমিত শাহের খেলা। অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের কাজ করছেন অমিত শাহ। একদিন মীরজাফর হয়ে যাবে।"

আরও পড়ুন- Murshidabad News: রোমহর্ষক কাণ্ডে তোলপাড় পাড়ায়! এক বাড়িতে পরপর মৃত্যু, রহস্যে মোড়া গল্প জানলে আঁতকে উঠবেন!

tripura tmc CM Mamata banerjee