Trump India Tariff News: ভারতকে ভয়ঙ্কর হুঁশিয়ারি ট্রাম্পের, চাপে রাখার বড়সড় চক্রান্ত?

Trump India Tariff News: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। চূড়ান্ত চুক্তির আগেই ফের ভারতের উপর ২৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক চাপানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Trump India Tariff News: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। চূড়ান্ত চুক্তির আগেই ফের ভারতের উপর ২৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক চাপানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

author-image
IE Bangla Web Desk
New Update
trump-claims-5-jets-down-india-pakistan-conflict-trf-declared-terror-outfit

বিস্ফোরক ট্রাম্প, নতুন বিতর্কে তোলপাড় বিশ্ব

Trump India Tariff News: "বাণিজ্য চুক্তি না হলে ভারতকে ২৫% শুল্ক দিতে হবে" — ফের হুঁশিয়ারি ট্রাম্পের।

Advertisment

ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। এই আবহেই ফের ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ অগাস্টের নির্ধারিত সময়সীমার ঠিক আগেই ট্রাম্প বলেন, "ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে"। এই মন্তব্যের পর থেকেই ভারতের বাণিজ্য মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যে দুই দেশের মধ্যে পাঁচ দফা আলোচনা হয়েছে এবং আগস্টে ষষ্ঠ দফা বৈঠকের পরিকল্পনা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বরের আগে কোনও অন্তর্বর্তী বা চূড়ান্ত চুক্তি সম্ভব নয়, এবং অক্টোবরের মধ্যেই হয়তো আলোচনার চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।

পহেলগাঁও হামলায় লস্কর-ই-তৈয়বার প্রত্যক্ষ যোগ, পাকিস্তানের 'মুখোশ' খুলে দিল রাষ্ট্রসংঘের রিপোর্ট

Advertisment

"ভারত বন্ধু, কিন্তু শুল্ক বাড়ানো ছাড়া উপায় নেই": ট্রাম্প

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ভারত আমার বন্ধু, কিন্তু তারা আমাদের উপর অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি শুল্ক চাপাচ্ছে।" তিনি স্পষ্ট ইঙ্গিত দেন, ভারতের উপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক চাপানো হতে পারে, যদি ১ অগাস্টের মধ্যে কোনও চুক্তি না হয়।

হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, যুক্তরাষ্ট্র ভারতীয় বাজারে মার্কিন পণ্যের জিরো ডিউটি অ্যাক্সেস চায়। অন্যদিকে, ভারত চায় আমদানি শুল্কে ছাড়। তবে এখনো পর্যন্ত দুই দেশ কোনও যৌথ রূপরেখায় পৌঁছতে পারেনি।ভারত চাইছে ব্রিটেনের মতো একটি বাণিজ্য চুক্তি। যাতে অন্যান্য দেশের তুলনায় প্রতিযোগিতামূলক অবস্থানে নিজেদের আধিপত্য বজায় রাখা সম্ভব হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন ২৬ শতাংশ শুল্ক চাপিয়েছিল ভারতের পণ্যের উপর, পরে তা স্থগিত করা হয়।

স্বাধীনতার পর এই প্রথম! সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এ যেন নতুন যুগের সূচনা

বাণিজ্য আলোচনা চলাকালীন ট্রাম্প বলেন,“আমার অনুরোধেই ভারত-পাকিস্তান যুদ্ধ থেমে গিয়েছিল। আমি না হস্তক্ষেপ করলে এই যুদ্ধ থামত না।”এই মন্তব্য ঘিরে ভারতের সংসদে বিরোধীরা তীব্র প্রতিক্রিয়া জানায় এবং অপারেশন সিন্দুর নিয়ে চলা আলোচনায় এই প্রসঙ্গ তুলে কেন্দ্রকে চাপে ফেলার চেষ্টা করে।

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। চূড়ান্ত চুক্তির আগেই ফের ভারতের উপর ২৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক চাপানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০২৫ সালের ২ এপ্রিলেই ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর ২৬ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছিল, যদিও পরে তা স্থগিত রাখা হয়। এবার ফের ২০-২৫ শতাংশ শুল্কের ইঙ্গিত দিয়ে ট্রাম্প ভারতকে কার্যত চাপে ফেললেন।

'পাকিস্তানের সব ষড়যন্ত্র বানচাল' , Operation Sindoor নিয়ে সংসদে ভাষণে উল্লেখ মোদীর

ভারতের পক্ষে কী করণীয়?

নয়াদিল্লির লক্ষ্য এখন অন্ততপক্ষে একটি ছাড়যুক্ত অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি সই করা। ইতিমধ্যেই ভারত ব্রিটেনের সাথে বড় চুক্তি করেছে। আমেরিকার সাথেও যদি কোনও ছাড় মেলে, তাহলে শুল্ক হার ১০-১৫%-এ নামিয়ে আনা সম্ভব হতে পারে, যেমনটা জাপান ও ইউকে পেয়েছে।

Donald Trump