/indian-express-bangla/media/media_files/2025/08/13/arrest-2025-08-13-09-00-07.jpg)
fake Aadhaar card racket: ছবির বাঁদিকে ধৃত মহম্মদ আজম।
Malda News: নকল আধার কার্ড তৈরির অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে মালদার চাঁচল থানার পুলিশ। প্রথমে চাঁচোলের সুতি এলাকা থেকে মোস্তফা আব্দুল ওয়াহেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারপর গত সোমবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার উত্তম রামপুর এলাকা থেকে মহম্মদ আজম নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, এরা দু'জনেই দীর্ঘদিন ধরেই একটি সিএসপি গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে জাল আধার কার্ড তৈরি করে মোটা টাকায় বিক্রি করছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মোস্তাফা আব্দুল ওয়াহেদের বাড়ি চাঁচোল থানার সুতি এলাকায়।
ধৃত অপরজন মহম্মদ আজমের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার উত্তর রামপুরে। এরা মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ুর আইডি ব্যবহার করে নকল আধার কার্ড তৈরি করছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে চাঁচোলের সুতি থেকে মোস্তাফাকে গ্রেপ্তার করে পুলিশ।
তার সিএসপি সেন্টার থেকে উদ্ধার হয় ল্যাপটপ,আইবল স্ক্যানার,কিবোর্ড,প্রিন্টার ও একাধিক আধারের রিসিভ কপি। এরপর মোস্তাফাকে হেফাজতে নিয়ে দফায়-দফায় জেরা করে পুলিশ। তাকে জেরা করেই সন্ধান মেলে জাল আধার কার্ড চক্রের আরও এক পাণ্ডা মহম্মদ আজম নামে ওই ব্যক্তির। হরিশ্চন্দ্রপুর থেকে মহম্মদ আজমকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার আগেই তার বাড়ির সদস্যরা ইলেক্ট্রনিক্সের সরঞ্জাম নিয়ে বেপাত্তা রয়েছে।
মঙ্গলবার চাঁচোল মহকুমা আদালতের সামনে দাঁড়িয়ে ধৃত মোস্তাফা আব্দুল ওয়াহেদের বাবা জামিল আক্তার বলেন, "আমার ছেলে নির্দোষ। ছেলেকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আজমের লোকজন তার ছেলের সিএসপি সেন্টারের সপ্তাহের দুই থেকে তিনদিন আসত। তারা আধার কার্ড তৈরি ও সংশোধন সহ একাধিক কাজ করতে আসত। প্রতিটি আধার কার্ড তৈরির ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে ৫০০ আবার কারও কাছ থেকে ১০০০ টাকা করে নিতো ওরা। আমার ছেলে সহজ সরল। এ ব্যাপারে ও কিছুই জানতো না। ওকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।"
আরও পড়ুন-Crime News:কোটি টাকার চুল ভর্তি ট্রাক লুঠ! দুরন্ত তৎপরতায় বিরাট দুর্নীতির পর্দা ফাঁস পুলিশের
এদিকে, পুলিশ জানিয়েছে নকল আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে একটা বড়সড় চক্র কাজ করছে চাঁচোল মহকুমা জুড়ে। কতদিন ধরে এরা এই কাজ করছিল এবং এখনও পর্যন্ত কতজনকে নকল আধার কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে তা পরিষ্কার হয়নি।