গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষায় ছেলে পরীক্ষার্থী জেনেও সরাসরি সেই বিষয়ের পঠন-পাঠন ব্যবস্থার সঙ্গে যুক্ত অধ্যাপক বাবা অব্যাহতি নেননি বলে অভিযোগ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নিকট কোনও আত্মীয় পরীক্ষা দিলে কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে সেই পরীক্ষা থেকে অব্যাহতি নিতে হয়। এক্ষেত্রে সেই অধ্যাপক তা করেননি বলে অভিযোগ। স্নাতকোত্তরের পরীক্ষার সম্পূর্ণ হওয়ার পর বিষয়টি জানাজানি হতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে।
গত মঙ্গলবার স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কিন্তু এই অনিয়মের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ফ্যাকাল্টি কাউন্সিলিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ওই পরীক্ষার্থীর ফল প্রকাশ করেনি। যার ফলে ওই দিনই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের ঘরে দলবল নিয়ে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় এবং ভারপ্রাপ্ত রেজিস্টার বিশ্বজিৎ দাসকে লিখিতভাবে জানিয়েছেন।
যদিও বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক এবং তার পরীক্ষার্থী ছেলে দু'জনেই এই অভিযোগের কথা অস্বীকার করেছেন।
সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের ছেলে পরীক্ষার্থী হিসেবে ছিলেন। অথচ এই পরীক্ষার বিভিন্ন দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক। ছেলে পরীক্ষার্থী রয়েছে জেনেও তিনি এই পরীক্ষা সংক্রান্ত বিষয় থেকে সরে আসেননি বলে অভিযোগ।
আরও পড়ুন- fake job card:ভুয়ো জব কার্ড বাতিলের শীর্ষে কোন রাজ্যগুলি? 'তথ্য' তুলে BJP-কে তুলোধনা তৃণমূলের
অথচ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নিকট কোনও আত্মীয় পরীক্ষা দিলে কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে পরীক্ষা ব্যবস্থা থেকে অব্যাহতি নিতে হয়। কিন্তু সেক্ষেত্রে ওই অধ্যাপক এমনটা করেননি বলে অভিযোগ। এতেই বিস্তর অনিয়ম উঠতে শুরু করে। এরপরই গত মঙ্গলবার স্নাতকোত্তরের ফল প্রকাশিত হয়। কিন্তু এমন ঘটনার বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশ এবং ফ্যাকাল্টি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ওই পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হয়নি। বাকিদের ফল প্রকাশ করা হয়। আর তারপরেই শুরু হয় গোলমাল।
আরও পড়ুন- West Bengal News LIVE Updates:সময় বেঁধে দিয়েছিলেন মোদী-শাহ? হুমকির মুখে পদত্যাগ ধনখড়ের? বিস্ফোরক দাবি কল্যাণের
অভিযোগ উঠেছে, মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের নাম দিয়ে ওই পরীক্ষার্থীর কয়েকজনকে সঙ্গে করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়মকের অফিস ঘরে গিয়ে হুমকি দেয়। এদিকে ওই অধ্যাপকের ছেলে তথা পরীক্ষার্থী অম্লান ব্যানার্জি বলেন, "যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। আমি পরীক্ষা দিয়েও রেজাল্ট পাইনি। এব্যাপারে জানতে ওই দিন জানতেই কয়েকজন সিনিয়র দাদাদের সঙ্গে নিয়ে পরীক্ষা নিয়ামকের কাছে গিয়েছিলাম।"
আরও পড়ুন-Kalyan Banerjee:ভরা আদালতে কল্যাণকে পুরী যাওয়ার আমন্ত্রণ ওড়িশা সরকারের, কারণ জানলে তাজ্জব হবেন!
এদিকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অচিন্ত্য ব্যানার্জি বলেন, "নিয়ামককে গত বছর ইমেল করে চিঠি দিয়ে ছেলের ভর্তির বিষয়ে জানিয়েছি। একেবারে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।" গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়মক বিশ্বরূপ সরকার বলেছেন, "যা ঘটেছে তা লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এর বেশি কিছু বলতে পারব না।" সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত রেজিস্টার বিশ্বজিৎ দাস বলেন, "এই ধরনের ঘটনা অনাকাঙ্খিত ও দুর্ভাগ্যজনক। নির্দিষ্টভাবে এক ছাত্রের রেজাল্ট প্রকাশ আপাতত স্থগিত রেখেছেন কর্তৃপক্ষ। বাকিদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। প্রশাসনিক স্তরে কথা বলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়।"