SSC: 'আপনার পুলিশ আমাকে মেরে ফেলতে চাইছে, এসব কী করছেন?' মুখ্যমন্ত্রীকে তুলোধনা চাকরিহারা সুমন বিশ্বাসের

Jobless SSC teachers Protest: চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা ফের পথে। চাকরি ফেরতের দাবিতে সোচ্চার তাঁরা। সেই সঙ্গে এসএসসির নয়া নিয়োগ পরীক্ষা পিছনোর দাবিও তুলেছেন তাঁরা।

Jobless SSC teachers Protest: চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা ফের পথে। চাকরি ফেরতের দাবিতে সোচ্চার তাঁরা। সেই সঙ্গে এসএসসির নয়া নিয়োগ পরীক্ষা পিছনোর দাবিও তুলেছেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Untainted teachers protest in Kolkata over SSC reinstatement  ,Jobless SSC teachers take to streets again  ,Suman Biswas alleges police brutality in Kolkata protest  ,SSC recruitment protest disrupted by police  ,Teachers demand reinstatement, allege harassment,এসএসসি যোগ্য শিক্ষক আন্দোলন কলকাতা,  চাকরি ফেরতের দাবিতে ফের পথে শিক্ষকরা  ,সুমন বিশ্বাস পুলিশি নির্যাতনের অভিযোগ তুললেন,  চাকরিহারা শিক্ষকদের ফের আন্দোলন  ,এসএসসি ভবন অভিযানে বাধা ও পুলিশের তৎপরতা  ,অভিনেতা সুমন বিশ্বাসের বিরুদ্ধে পুলিশি হেনস্থা,  নিয়োগ ইস্যু শান্তিপূর্ণ আন্দোলন বাধাগ্রস্ত

SSC: চাকরি ফেরতের দাবিতে ফের পথে 'যোগ্য' শিক্ষকরা।

চাকরি ফেরতের দাবিতে আবারও পথে 'যোগ্য'রা। SSC-এর নতুন নিয়োগ পরীক্ষা পিছনো এবং তাঁদের চাকরিতে পুনর্বহলের দাবিতে পথে নেমেছেন 'যোগ্য'রা। অন্যদিকে চাকরিহারা 'যোগ্য' শিক্ষক সুমন বিশ্বাসের ওপর পুলিশ নির্যাতনের অভিযোগ। কোনওমতে ব্যান্ডেলের বাড়ি থেকে পালিয়ে তিনি কলকাতায় এসেছেন। করুণাময়ী মেট্রো স্টেশনেও পুলিশ এদিন তাঁকে আটকায় বলে অভিযোগ সুমন বিশ্বাসের। এমনকী পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগও তুলেছেন সুমন।

Advertisment

এবার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস পুলিশি অত্যাচারের অভিযোগে সোচ্চার হয়েছেন। তার অভিযোগ, তার ব্যান্ডেলের বাড়ির আশেপাশের অঞ্চল ঘিরে রেখেছে পুলিশ। প্রতিনিয়ত তার ওপর নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ সুমনের। আজ কোনওমতে ব্যান্ডেলের বাড়ি থেকে পালিয়ে কলকাতায় আসেন সুমন। করুণাময়ী মেট্রো স্টেশনের নামতেই ফের তাকে আটকায় পুলিশ। ফেসবুক লাইভ করে পুলিশের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তুলেছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস।

আরও পড়ুন- SSC new recruitment: নতুন করে SSC-এর পরীক্ষায় বসতে চেয়ে আর্জি, হাইকোর্টের দ্বারস্থ 'দাগি' শিক্ষকরা

Advertisment

তাঁর অভিযোগ, পুলিশ তাকে ঘুষি মেরেছে এবং তার মোবাইল ফোন পর্যন্ত কেড়ে নিয়ে ভেঙে দিয়েছে। করুণাময়ী মেট্রো স্টেশনে সাংবাদিকদের সামনে চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাস বলেছেন, "আমার বুকে ঘুষি মেরেছে। আমার নামে কোনও FIR নেই। তাও আমার উপর অত্যাচার করছে পুলিশ। কলার ধরে ঘুষি মেরেছে।"

আরও পড়ুন-Krishnanagar Murder:আর দেরি হলেই নেপালে পালানোর ছক? কৃষ্ণনগরে ছাত্রী খুনে বড়সড় গ্রেফতারি

এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাস আরও বলেছেন, "মুখ্যমন্ত্রী আপনার পুলিশ আমাকে মেরে ফেলতে চাইছে। আপনি এসব কী করছেন? আমাকে সুরক্ষা দিন! আমাকে মাটিতে পুঁতে ফেলতে চাইছে এই সরকার। মুখ্যমন্ত্রীকে আমি ১০০ বারের ওপর চিঠি দিয়েছি। আমি মুখ্যমন্ত্রীকে বলেছি আমাদের বাঁচান, আমার মা অসুস্থ। আমরা তো সাদা খাতা জামা দিইনি। আমাদের আবার পরীক্ষায় বসিয়ে কেন আমাদের জীবন বিপন্ন করছেন?"

উল্লেখ্য, আজ SSC ভবন অভিযানের ডাক দেয় চাকরিহারা যোগ্য শিক্ষকদের একটা অংশ। পুলিশ সেই অভিযানের অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শেষমেশ জানিয়েছেন আজ চাকরিহারাদের পাঁচজনের প্রতিনিধি দল SSC ভবনে গিয়ে তাদের দাবি দেওয়া জানাতে পারবেন।

আরও পড়ুন-LPG cylinder price:পুজোর আগে বাম্পার সুখবর! ফের কমল রান্নার গ্যাসের দাম

সুমন বিশ্বাসও আজ আচার্য ভবনে ওই প্রতিনিধি দলের সদস্য হয়েই যেতে পারবেন। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সুমন বিশ্বাসকে গ্রেফতার করা যাবে না। অন্যদিকে চাকরিহারা যোগ্যদের আরও একটি দল আজ চাকরি ফেরত এবং নতুন নিয়োগ পরীক্ষা পিছনোর দাবিতে কলকাতায় পথে নেমেছেন।

TEACHERS Bengali News Today SSC