sambhal wedding suv crash: ভয়ঙ্কর দুর্ঘটনা! রাস্তায় চাপ চাপ রক্ত, ছড়িয়ে-ছিটয়ে পড়ে একের পর দেহ, মৃত্যুমিছিল, হাসপাতালে স্বজনহারার আর্তনাদ

sambhal wedding suv crash: বেপোরোয়া গতি কেড়ে নিল আটটি তাজা প্রাণ। দ্রুত গতিতে ছুটে আসা একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে কলেজের দেওয়ালে। মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা।

sambhal wedding suv crash: বেপোরোয়া গতি কেড়ে নিল আটটি তাজা প্রাণ। দ্রুত গতিতে ছুটে আসা একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে কলেজের দেওয়ালে। মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
UP accident,Groom Killed,Uttar Pradesh news

ভয়ঙ্কর দুর্ঘটনা!

sambhal wedding suv crash: ভয়াবহ দুর্ঘটনা! রাস্তায় চাপ চাপ রক্ত, ছড়িয়ে-ছিটয়ে পড়ে একের পর দেহ, মৃত্যুমিছিলে হাহাকার। হাসপাতালে বুক ফাটা আর্তনাদ। মুহূর্তে শেষ আটটি তাজা প্রাণ। 

Advertisment

আরও পড়ুন- শহরের নামজাদা শপিং কমপ্লেক্সে বিধ্বংসী আগুন, মর্মান্তিক মৃত্যু

বেপোরোয়া গতি কেড়ে নিল আটটি তাজা প্রাণ। দ্রুত গতিতে ছুটে আসা একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে কলেজের দেওয়ালে। মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গাড়িতে থাকা বরসহ একই পরিবারের ৮ জনের দেহ তালগোল পাকিয়ে যায়। মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। দুর্ঘটনাটি ঘটে সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে ছিলেন ১০ জন বরযাত্রী, সকলেই একই পরিবারের সদস্য। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হার যাচ্ছিলেন তারা। নিহতদের মধ্যে ছিলেন বর সুরজ (২৪), তার বৌদি আশা (২৬), আশা-র মেয়ে ঐশ্বর্য (২), বিষ্ণু (৬), বর-এর পিসি ও আরও দুই অজ্ঞাতপরিচয় শিশু। ধারণ ক্ষমতার বেশি যাত্রী চাপাতেই এবং অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। চোখের সামনে দুর্ঘটনা দেখেই ছুটে আসেন স্থানীয় মানুষজন। দ্রুত সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আটজনের মধ্যে পাঁচ জন ঘটনাস্থলে এবং তিন জন হাসপাতালে মারা যান।

Advertisment

আরও পড়ুন- পাখির চোখ '২৬, BJP-তে এবার বড়সড় দায়িত্ব সুকান্ত মজুমদারকে

আরও ২ জনকে গুরুতর আহত অবস্থায় আলিগড় মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায়  জন্য গভীর শোক প্রকাশ করেছেন। PMO India এক্স হ্যান্ডলে একটি পোস্টে বলা হয়েছে, "উত্তরপ্রদেশের সম্ভল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় অত্যন্ত মর্মাহত। যারা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।" পাশাপাশি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথাও ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন- মোবাইল ফোনের জন্য নৃশংস খুনে চরম উত্তেজনা, তদন্তে পুলিশ

ঘটনার পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা ঘটনাস্থলে পৌঁছান এবং জানান, “তদন্ত চলছে। স্থানীয় পুলিশ ও মেডিকেল টিম দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে।” ইতিমধ্যে সামনে এসেছে দুর্ঘটনার সিসিটিভি ভিডিও ফুটেজে। তাতে দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁচের টুকরো ও দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভয়ঙ্কর দৃশ্য।

Road Accident Death Uttarpradesh