trump tariffs:ভারতের ওপর আমেরিকার অতিরিক্ত ২৫% শুল্ক কার্যকর কাল থেকেই, সুবিধা নিতে পারে বাংলাদেশ

trump tariffs on india: মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের জেরে ভারত-আমেরিকা সখ্যতায় ভালোমতো প্রভাব ফেলবে মনে করছে ওয়াকিবহাল মহল।

trump tariffs on india: মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের জেরে ভারত-আমেরিকা সখ্যতায় ভালোমতো প্রভাব ফেলবে মনে করছে ওয়াকিবহাল মহল।

author-image
IE Bangla Web Desk
New Update
trump tariffs, trump tariffs on india, india-US ties, india-US relations, india secondary tariffs, united states news, US news indian express, ভারতের উপর অতিরিক্ত ২৫% শুল্ক, আমেরিকা, ভারত

india-US relations: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

india secondary tariffs:মার্কিন ইউএস হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সোমবার একটি ড্রাফট নোটিশ প্রকাশ করেছে, যাতে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের পরিকল্পনা পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। এর ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে ৫০ শতাংশ। এই শুল্ক আগষ্ট ২৭, ২০২৫ তারিখ  রাত ১২:০১ থেকে কার্যকর হবে।

কারণ ও প্রেক্ষাপট:

Advertisment

এই শুল্ক আরোপের পেছনে–ট্রাম্প প্রশাসনের যুক্তি, ভারত রাশিয়ার তেল কিনে যেন রাশিয়াকে তেলের অর্থনৈতিক সুবিধা থেকে বিরত রাখতে চায়। এই শুল্ককে “aggressive economic leverage” হিসেবে বর্ণনা করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স।

আরও পড়ুন- West Bengal News Live Updates: তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে দফায় দফায় জেরা, চাঞ্চল্যকর তথ্য ED-র হাতে?

ভারতের প্রতিক্রিয়া:

Advertisment

ভারতীয় সরকার এই সিদ্ধান্তকে “unfair, unjustified and unreasonable” বলে নিন্দা জানিয়েছে। বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে—দেশকে রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “চাপ যতই আসুক, আমরা প্রতিরোধের শক্তি বাড়িয়ে যাব।”

আরও পড়ুন-TMC:পুলিশের উর্দিতে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা, মুখ্যমন্ত্রীর সফরের আগে তোলপাড় জেলার রাজনীতিতে

অর্থনৈতিক প্রভাব ও বাজার প্রতিক্রিয়া:

রুপি মুদ্রা এই শুল্কের প্রভাবেই অব্যাহত চাপের মধ্যে রয়েছে—বিশেষত স্টক মার্কেট নিম্নমুখী। Gift Nifty নির্দেশ করে, ২৪,৯৬৭.৭৫ থেকে কমে খোলার সম্ভাবনা ছিল। বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে “strategic shock” হিসেবে উল্লেখ করেছেন, যার ফলে ভারতীয় রপ্তানির প্রায় ৬৬% মার্কিন বাজার হারাতে পারে, আর সুবিধা নিতে পারে বাংলাদেশ ও ভিয়েতনাম।

আরও পড়ুন-Kolkata Weather Today:ফের নিম্নচাপের ভ্রূকুটি! আবারও ঝমঝমিয়ে টানা বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ায় বিরাট বদল কবে থেকে?

Trump America India