Advertisment

Kali Puja 2024: কালীপুজোয় বাড়ি সাজাবে 'আম, লিচু, পেঁপে, আনারস'! প্রাণের পার্বণ দীপাবলি এবার আরও রঙিন

Kali Puja 2024: আর দিন কয়েক পরেই কালীপুজো। আলোর উৎসবকে স্বাগত জানাতে তৈরি বাংলা। দিকে দিকে কালীপুজোর মণ্ডপ তৈরির ব্যস্ততা তুঙ্গে।

author-image
Madhumita Dey
New Update
Kali Puja 2024,Kali Puja,Malda,Maldah,Light,Rice Lights,Rice Lights price online,কালীপুজো ২০২৪,মালদার খবর,মালদহ

প্রতীকী ছবি।

Kali Puja 2024: আম, ভুট্টা, পেঁপে, লিচু, আনারস থরে থরে সাজানো বাড়ির ছাদে। দূর থেকে দেখে মনে হবে যেন সারি সারি সাজানো আছে টাটকা তাজা ফল। এমনই চমকপ্রদ টুনিলাইটি এবার দীপাবলির আলোর রোশনাইকে আরও দৃষ্টিনন্দন করছে মালদার বাজারে। এবারের দীপাবলীর উৎসবের মুখে এমনই ফুড টুনি লাইট মালদার বাজার কাঁপাচ্ছে। তার সঙ্গেও রকমারি আরও বিভিন্ন ধরনের টুনি বাল্ব , পারলাইট এবং পাইপ টুনি ছেয়ে গিয়েছে বাজারে। 

Advertisment

এই সব লইট কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ফুড টুনি বাল্বের চাহিদা দেখে রীতিমতো হাসি ফুটেছে মালদার ইংরেজবাজার শহরের ছড়িয়ে ছিটিয়ে থাকা লাইট ব্যবসায়ীদের। তাঁদের বক্তব্য, ২৫ থেকে ৫০০ টাকার চেইন হিসেবে বিভিন্ন ধরনের রকম টুনি বিক্রি হচ্ছে। তবে এবারের চমক দিয়েছে ফুড লাইট। বিভিন্ন ধরনের ফলের আকৃতি দিয়ে ফাইবার এবং প্লাস্টিকের এই লাইট তৈরি হয়েছে। তার মধ্যে কারুকার্য করে বসানো হয়েছে লাইট। যা কিনতে ভিড় করছেন ক্রেতারা। দীপাবলীর উৎসবের মুখে বাড়ির ছাদে যেভাবে টুনি বাল্বের চেইন টাঙানো হয়, ঠিক সেই ভাবেই ফুডলাইটগুলি সাজাতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি এই ফুড লাইটের আলো এতটাই ঝকঝকে, যা সকলের আকর্ষণ কাড়বে।

উল্লেখ্য, ইংরেজবাজার শহরের নেতাজি পুরো মার্কেট, রবীন্দ্র অ্যাভিনিউ, ঝলঝলিয়া দেশবন্ধু কাজি আজহারউদ্দিন মার্কেট, মকদমপুর মার্কেট, স্টেশন রোড সহ একাধিক এলাকায় দীপাবলির মরশুমের শুরুতেই ব্যাপক হারে বিক্রি শুরু হয়েছে বিভিন্ন ধরনের টুনি বাল্ব ও রকমারি আলোর। প্রতি বছরেই কালী পুজোর আগে বিভিন্ন টুনি বাল্বের কিছু না কিছু চমক থাকে। এবার বাজারে চমক দিয়েছে ফুড বাল্বের লাইট। আম, ভুট্টা, পেঁপে, লিচু, আনারসের মতো ফলগুলি ফাইবার প্লাস্টিক দিয়ে গড়ে তোলা হয়েছে। সেই সব ফলে ছোট ছোট করে টুনি বাল্ব বসানো হয়েছে। একটির সাথে একটি ফল চেনের মতো করে সংযুক্ত রয়েছে। যা সম্পূর্ণ টুনি বাল্বের মতোই বাড়ির ছাদ থেকে টাঙানো সম্ভব। আর নিত্য নতুন ফুড বাল্ব দেখেই কেনার আগ্রহ বেড়েছে সাধারণ ক্রেতাদের। 

আরও পড়ুন- RG Kar Medical College: থ্রেট কালচারের অভিযোগ, আরজি করের ৫১ ডাক্তারের 'সাসপেনশন' নিয়ে কী বলল হাইকোর্ট?

আরও পড়ুন- Cyclone Dana Live Updates: ঘূর্ণিঝড়ের আতঙ্কে সতর্ক রাজ্য সরকার, ৯টি জেলায় শনিবার পর্যন্ত বন্ধ স্কুল

আরও পড়ুন- Howrah Division: হাওড়া ডিভিশনের যাত্রীরা সাবধান! বুধ-বৃহস্পতিতে ট্রেন ধরার আগে এখবর এখনই জানুন

ইংরেজবাজার শহরের মনস্কামনা রোড এলাকার এক লাইট বিক্রেতা রাজু সাহা বলেন, "এবছর ফুড টুনি বাল্ব বাজার কাঁপাচ্ছে। এছাড়াও পাইপ টুনি বাল্ব, রকমারি টুনি বাল্ব রয়েছে। বিভিন্ন ধরনের পারলাইট চাহিদা রয়েছে। এবছর ২৫ টাকা থেকে টুনি বাল্বের চেন শুরু হয়ে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত রয়েছে। কালীপুজোর মরশুমে প্রদীপ ও মোমবাতির চাহিদা থাকে সর্বত্রই। কিন্তু তারপরেও টুনি বাল্ব কিনতেই অসংখ্য ক্রেতারা ভিড় করছেন দোকানে। এবারের ফুড বাল্ব দিল্লি থেকে আমদানি করা হয়েছে।" নতুন এই লাইট কিনতেই এখন ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। কালী পুজোর মধ্যেই এই ধরনের লাইট বিক্রি করে অনেকটাই লাভের মুখ দেখা যাবে বল আশা প্রকাশ করেছেন অধিকাংশ বিক্রেতারা। 

আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা এখবর এখনই পড়ুন! কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় বেনজির পদক্ষেপ রেলের

মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক বলেন, "কালী পুজোর মরশুমে লাভের আশাতেই ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের টুনি বাল্ব সহ অন্যান্য আলোক বাতি বিক্রি করে থাকেন। আমরা চাই এবারও যাতে ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন এবং ক্রেতারাও যাতে এই ধরনের রঙিন বাতি কিনে বাড়িতে সাজিয়ে দীপাবলির উৎসব উপভোগ করতে পারেন।"

Kali Puja Malda Maldah Kali Puja 2024 Rice Lights
Advertisment