Advertisment

West Bengal Weather Update: জাঁকিয়ে শীত নিয়ে অবশেষে দুরন্ত আপডেট! ব্ল্যাঙ্কেট-বালাপোস পাড়ার দিনক্ষণ জেনে নিন...

Bengal Weather Forecast: আবহাওয়া বদলাতে শুরু করে দিয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। তবে কী নিম্নচাপের জেরে বঙ্গে ঢোকার মুখে বাধাপ্রাপ্ত হবে শীত? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal Weather, Kolkata Weather Today, Weather Update Today,আবহাওযার পূর্বাভাস

প্রতীকী ছবি।

West Bengal Weather News: দোরগোড়ায় শীত। রাজ্যজুড়ে আবহাওয়া বদলাতে শুরু করে দিয়েছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যের দিকে ঠান্ডার অনুভূতি মিলছে জেলায়-জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শীত একেবারে দুয়ারে এসে পড়েছে। আর দিন কয়েকের মধ্যেই রাজ্যে দাপট দেখাতে শুরু করবে উত্তুরে হাওয়া। জাঁকিয়ে শীত কবে থেকে? এরই মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দিন কয়েকের মধ্যেই রাজ্যজুড়ে তাপমাত্রার পতন অনুভূত হবে। তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এরই মধ্যে দানা বাঁছে নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরে বঙ্গের কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ আরও বাড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপমাত্রার পারদ ১৫-১৬ ডিগ্রির কাছে পৌঁছে যেতে পারে।

কলকাতার ওয়েদার আপডেট 

কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। কলকাতা শহরের আবহাওয়াও শুষ্ক হতে শুরু করেছে। শহর কলকাতায় উইকেন্ডে ঠান্ডার আমেজ বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আপাতত মনোরম আবহাওয়া তিলোত্তমা মহানগরীতে। উইকেন্ডে (Weekend) শহর কলকাতায় তাপমাত্রা কমতে পারে। সেক্ষেত্রে সকাল ও রাতের দিকে মৃদু শীতের পরশ মিলতে পারে।

আরও পড়ুন- West Bengal News Live: সপ্তাহান্তে আরও নামবে পারদ, নবান্নে চালু 'বায়োমেট্রিক' হাজিরা, ট্যাব কেলেঙ্কারিতে ঝাড়খণ্ড লিংক

আরও পড়ুন- Awas Yojana: 'আবাস তালিকা থেকে নাম কাটুন', BDO-কে আবেদন তৃণমূলের প্রধান-সদস্যদের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গ জুড়ে মনোরম পরিবেশ। দেদার আনন্দে পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। উত্তরবঙ্গের টুরিস্ট স্পটগুলি কানায় কানায় পূর্ণ। এরই মধ্যে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙের (Kalimpong) এর কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা তৈরি হয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন- Jagadhatri Puja: এবার থেকে প্রতিদিন জগদ্ধাত্রী পুজো বাংলার এই প্রান্তে, কারণ জানলে চমকে যাবেন!

weather winter Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather Winter Session
Advertisment