Second Hooghly Bridge:বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কবে-কখন? বিকল্প কোন পথে চলবে গাড়ি?

Vidyasagar Setu closed: কলকাতা পুলিশের তরফেই দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকা নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। ঘুরপথে গাড়ি চালানো হবে।

Vidyasagar Setu closed: কলকাতা পুলিশের তরফেই দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকা নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। ঘুরপথে গাড়ি চালানো হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Vidyasagar Setu closed,  Second Hooghly Bridge news,  24 August traffic update , Kolkata traffic alert,  Sunday bridge maintenance,  Howrah Kolkata connectivity , Bridge repair work,  Vehicle movement restriction,  Kolkata Police advisory,  Traffic diversion routes,বিদ্যাসাগর সেতু বন্ধ  ,দ্বিতীয় হুগলি সেতু সংবাদ  ,২৪ অগাস্ট ট্রাফিক আপডেট  ,কলকাতা ট্রাফিক সতর্কতা,  রবিবার সেতু মেরামতি,  হাওড়া কলকাতা যোগাযোগ  ,সেতু রক্ষণাবেক্ষণ কাজ,  যান চলাচল নিষেধাজ্ঞা  ,কলকাতা পুলিশ নির্দেশিকা,  বিকল্প রুট ট্রাফিক

Vidyasagar Setu closed: বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।

Vidyasagar Setu closed:আগামিকাল অর্থার রবিবার, ২৪ অগাস্ট ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু) সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সময়ে গুরুত্বপূর্ণ মেরামতি ও রক্ষণাবেক্ষণ কাজ চলবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। দ্বিতীয় হুগলি সেতু ধরে যাতায়াতকারী গাড়িগুলিকে বিকল্প রুট দিয়ে নিয়ে যাওয়া হবে।

Advertisment

হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সেতুর স্টিল পোর্টাল বিম তোলা ও বসানো, স্টে কেবল ও ডাউন কেবল পরিবর্তন এবং বেয়ারিং মেরামতির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ঘুরপথে চলবে গাড়ি: 

এদিকে, দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে বিকল্প রুটের নির্দেশিকা জারি করা হয়েছে:। এজেসি বসু রোড / জিরুট আইল্যান্ড থেকে আসা গাড়ি বিদ্যাসাগর সেতুর বদলে হেস্টিংস ক্রসিং – সেন্ট জর্জস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে। জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে আসা গাড়িকে ১১ ফারলং গেট হয়ে একই পথে পাঠানো হবে। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:নিউ গড়িয়ায় বৃদ্ধা খুনে কারা গ্রেফতার হল জানেন? ধৃতদের দফায় দফায় জেরা

অন্যদিকে, সিজিআর রোড / খিদিরপুর দিক থেকে আসা গাড়িকেও হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজে ঘুরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন-Heavy rain alert:প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা! বর্ষার ভয়াল মেজাজ ১১ জেলায়! বন্যা পরিস্থিতির আশঙ্কা

 কেপি রোডের গাড়ি যারা ওয়াই-পয়েন্ট (ঘোড়া পাস) দিয়ে সেতু ব্যবহার করে, তাদের ১১ ফারলং গেট হয়ে কেপি রোড – রেড রোড – হাওড়া ব্রিজে পাঠানো হবে। প্রয়োজনে শহরের বিভিন্ন আর্টেরিয়াল রোড ব্যবহার করে আরও ডাইভারশনের ব্যবস্থা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন-Hilsa:ইলিশের আগুন দামে মন খারাপ ভোজনরসিকদের, দিন কয়েকেই নাগালে রূপোলি শষ্য? কী জানাচ্ছেন মৎস্যজীবীরা?

এদিকে রবিবার দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার ফলে মধ্য ও দক্ষিণ কলকাতায় বড়সড় যানজটের আশঙ্কা রয়েছে। যাতায়াতকারীদের আগেভাগে বেরোনো, বিকল্প রুট ব্যবহার করা বা কারপুলের পরামর্শ দেওয়া হয়েছে।

kolkata Bengali News Today Second Hooghly Bridge