/indian-express-bangla/media/media_files/2025/08/23/second-hooghly-2025-08-23-13-43-08.jpg)
Vidyasagar Setu closed: বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।
Vidyasagar Setu closed:আগামিকাল অর্থার রবিবার, ২৪ অগাস্ট ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু) সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সময়ে গুরুত্বপূর্ণ মেরামতি ও রক্ষণাবেক্ষণ কাজ চলবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। দ্বিতীয় হুগলি সেতু ধরে যাতায়াতকারী গাড়িগুলিকে বিকল্প রুট দিয়ে নিয়ে যাওয়া হবে।
হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সেতুর স্টিল পোর্টাল বিম তোলা ও বসানো, স্টে কেবল ও ডাউন কেবল পরিবর্তন এবং বেয়ারিং মেরামতির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘুরপথে চলবে গাড়ি:
এদিকে, দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে বিকল্প রুটের নির্দেশিকা জারি করা হয়েছে:। এজেসি বসু রোড / জিরুট আইল্যান্ড থেকে আসা গাড়ি বিদ্যাসাগর সেতুর বদলে হেস্টিংস ক্রসিং – সেন্ট জর্জস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে। জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে আসা গাড়িকে ১১ ফারলং গেট হয়ে একই পথে পাঠানো হবে।
অন্যদিকে, সিজিআর রোড / খিদিরপুর দিক থেকে আসা গাড়িকেও হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজে ঘুরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন-Heavy rain alert:প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা! বর্ষার ভয়াল মেজাজ ১১ জেলায়! বন্যা পরিস্থিতির আশঙ্কা
কেপি রোডের গাড়ি যারা ওয়াই-পয়েন্ট (ঘোড়া পাস) দিয়ে সেতু ব্যবহার করে, তাদের ১১ ফারলং গেট হয়ে কেপি রোড – রেড রোড – হাওড়া ব্রিজে পাঠানো হবে। প্রয়োজনে শহরের বিভিন্ন আর্টেরিয়াল রোড ব্যবহার করে আরও ডাইভারশনের ব্যবস্থা করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে রবিবার দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার ফলে মধ্য ও দক্ষিণ কলকাতায় বড়সড় যানজটের আশঙ্কা রয়েছে। যাতায়াতকারীদের আগেভাগে বেরোনো, বিকল্প রুট ব্যবহার করা বা কারপুলের পরামর্শ দেওয়া হয়েছে।