/indian-express-bangla/media/media_files/2025/08/13/cats-2025-08-13-14-08-29.jpg)
road digging: রাস্তা কেটে প্রতিবাদে গ্রামবাসীরা।
local issues:রাজ্যে 'পথশ্রী' প্রকল্প থাকলেও কিছুতেই যেন 'শ্রী' ফিরছে না পথের! তাই পথের 'শ্রী' ফেরানোর দাবিতে বেনজির প্রতিবাদে গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের জামালপুরের টেঙ্গাবেরিয়া গ্রামের বাসিন্দারা কেটে ফালা ফালা করে দিলেন তাঁদেরই গ্রামের হতশ্রী পথ। রাস্তার দু’প্রান্ত কেটে দেওয়া সেই পথে আটকা পড়েন 'পাড়ায় সমাধান' কর্মসূচি সারতে যাওয়া প্রশাসনের আধিকারিক, পুলিশ ও জনপ্রতিনিধিরা। শেষে ব্লকের বিডিও-র কাছ থেকে হতশ্রী পথের সংস্কারের প্রতিশ্রুতি আদায় করে গ্রামবাসীরা কাটা রাস্তা বুজিয়ে দেন।
জামালপুর ব্লকের জৌগ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম টেঙ্গাবেড়িয়া। গ্রামে শতাব্দী প্রাচীন একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। গ্রামবাসী পবিত্র পাইক, রিয়া বন্দ্যোপাধ্যায়, তপন মালিক-প্রমুখরা জানান, তাঁদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের গা ঘেঁষে গ্রামের প্রধান রাস্তাটি গিয়েছে। সাড়ে ৫০০ থেকে ৬০০ মিটার দীর্ঘ ওই রাস্তাটি এক দশকেরও বেশি সময় ধরে বেহাল হয়ে রয়েছে। রাস্তাটির হাল ফেরানোর জন্য গ্রামের বাসিন্দারা বহুবার ব্লক প্রশাসন ও জৌগ্রাম পঞ্চায়েতে গিয়ে আবেদন-নিবেদন করেছেন।
তারই পরিপ্রেক্ষিতে রাস্তা সংস্কার হবে বলে শুধু আশ্বাস মিলে গিয়েছে। রাস্তার হাল আজ অবধি ফেরেনি। পথের বেহাল অবস্থার জন্য টেঙ্গাবেড়িয়া গ্রামের মানুষের দুর্দশা দিনের পর দিন বেড়েই চলেছে। তা জেনেও রাস্তাটি সংস্কারের কোনও উদ্যোগ পঞ্চায়েত বা প্রশাসন না নেওয়ায় গ্রাবাসীরা ক্ষোভে ফুঁসছিলেন। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে মঙ্গলবার।
গ্রামবাসী পবিত্র পাইক বলেন, "আমাদের টেঙ্গাবেড়িয়া গ্রামে বুথ দুটি। গত পঞ্চায়েত নির্বাচনে একটি বুথে তৃণমূল এবং অপর বুথে BJP প্রার্থী জিতেছেন। একটি বুথে বিজেপি প্রার্থী জিতেছেন বলেই তৃণমূল কংগ্রেস পরিচালিত জৌগ্রাম পঞ্চায়েত টেঙ্গাবেড়িয়া গ্রামের বেহাল রাস্তার সংস্কারে উদ্যোগ নেয়নি।"
আরও পড়ুন- Body found:সাতসকালে নদীতে ভেসে উঠল গ্রামের তরতাজা যুবকের দেহ! তুমুল চাঞ্চল্য এলাকায়
এদিকে রাস্তা সংস্কারের দাবিতে পথের দুই প্রান্ত গভীরভাবে কেটে দিয়ে আন্দোলনে নামা প্রসঙ্গে গ্রামের বাসিন্দারা একযোগে জানান, তাঁরা রাস্তা কেটে আন্দোলনে নামতে চাননি। তাঁদের এই পথে নামতে বাধ্য করেছেন জৌগ্রাম পঞ্চায়েতের
প্রধান মল্লিকা মণ্ডল এবং উপ- প্রধান সাজাহান মণ্ডলরা। 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। জৌগ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধানও সেখানে ছিলেন। 'পাড়ায় সমাধান' কর্মসূচিতে উপস্থিত থাকা সরকারি আধিকারিকদের কাছে গিয়ে গ্রামের রাস্তাটি সংস্কারের দাবি জানান গ্রামবাসীরা।
সেই সময়ে পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান, রাস্তা সংস্কার হবে না বলে জানিয়ে দিতেই গ্রামের বাসিন্দাদের ক্ষোভ চরমে ওঠে। এরপর গ্রামের বেহাল রাস্তাটির সংস্কারের প্রতিশ্রুতি আদায় করতে গ্রামবাসীরা রাস্তার দুই প্রান্ত আড়াআড়ি ভাবে কেটে দেন। কাটা রাস্তায় বিডিও, পুলিশ, ব্লক প্রশাসনের আধিকারিক ও পঞ্চায়েত কর্তৃপক্ষ আটকে পড়েন। বিডিও রাহুল বিশ্বাস রাস্তাটি সংস্কারের আশ্বাস দিলে ক্ষোভ-বিক্ষোভ মেটে। তারপর গ্রামবাসীরাই কাটা রাস্তা মাটি ফেলে বুজিয়ে দেন।
পঞ্চায়েত প্রধান মল্লিকা মণ্ডল বলেন, "টেঙ্গাবেড়িয়া গ্রামের একটি বুথে বিজেপি জিতেছে বলে আমরা ওই গ্রামের রাস্তা সংস্কার হতে দিচ্ছি না, এই অভিযোগ সত্য নয়। টেঙ্গাবেড়িয়া গ্রামের ওই রাস্তাটি ইতিমধ্যেই 'পথশ্রী ১' প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। রাস্তা কাটার পিছনে রাজনীতি কাজ করেছে।"