villagers snatched the accused Tmc leader from the hands of police: ফের সেই উত্তর দিনাজপুর। গোয়ালপোখরের পর এবার চোপড়া। পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিয়ে পালাল গ্রামবাসীরা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের চোপড়ার গ্রামে। পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় গ্রামবাসীদের একাংশের। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগ। অস্ত্র আইনে অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশ ধরতে গেলে পাল্টা হামলার অভিযোগ ওঠে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে।
চোপড়ার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে। অস্ত্র আইনে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা রয়েছে। শনিবার সকালে তৃণমূল নেতা মুজিবুর রহমানকে ধরতে যায় পুলিশ। চোপড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে নিয়ে প্রিজন ভ্যানে তুলতে গেলে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীদের একটি বড় অংশ। গ্রামবাসীদের সেই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন এলাকার বহু মহিলা।
এরপর পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় তাদের। কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বলে অভিযোগ। এই গন্ডগোলের ফাঁকেই অস্ত্র আইনে অভিযুক্ত তৃণমূল নেতা মুজিবুর রহমানকে পুলিশের হাত থেকে কার্যত ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় গ্রামবাসীরা। পরবর্তী সময়ে বিশাল পুলিশবাহিনী যায় এলাকায়।
আরও পড়ুন- West Bengal News Live: 'এক্তিয়ার ভেঙে বৈঠকের ডাক BDO-র', শুভেন্দুর অভিযোগ ওড়ালেন সরকারি আধিকারিক
পাল্টা অ্যাকশনে নামে পুলিশ। পুলিশের কাজে বাধার অভিযোগে এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার জানিয়েছেন, অস্ত্র আইনে অভিযুক্ত মুজিবুর রহমানকে গ্রেফতার করতে ওই এলাকার পাশাপাশি লাগোয়া বেশ কিছু এলাকায় চূড়ান্ত তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়ার প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
আরও পড়ুন- Subhranshu Roy: ছেলেকে সামনে বসিয়ে বাবাকে 'বেইমান' বলেছেন অভিষেক, এবার মুখ খুললেন মুকুল-পুত্র শুভ্রাংশু
কিছুদিন আগে এই উত্তর দিনাজপুরেরই গোয়ালপোখরে ঠিক একই ঘটনা ঘটেছিল। দুই আসামীকে জেলে ফেরানোর সময় পুলিশের উপর হামলা চালানো হয়। ওই আসামীকে জেলে ফেরানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। দুই পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন। পুলিশকর্মীদের জখম করে আসামি নিয়ে পালায় দুষ্কৃতীরা।
আরও পড়ুন- lpg cylinder price hike: মার্চের শুরুতেই দুঃসংবাদ! এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল রান্নার গ্যাসের দাম