WB BJP President Election 2025: সামনেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগেই বঙ্গ বিজেপিতে বিরাট রদবদল? নতুন সভাপতির নাম ঘোষণা এই সপ্তাহেই? শমীক-নাড্ডা সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে রাজ্য-রাজনীতিতে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্য ইউনিটে বিরাট রদবদলের সম্ভাবনা। দলের কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে জানা যাচ্ছে, এই সপ্তাহেই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। শমীক ভট্টাচার্যের দিল্লি সফর ও জেপি নাড্ডার সাথে বৈঠক সেই জল্পনাকে আরও জোরালো করেছে। তবে সব জল্পনার অবসান ঘটতে চলেছে ৩ জুলাই। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সংবর্ধনা অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হতে পারে নতুন রাজ্য সভাপতির নাম।
বিজেপি সূত্রে খবর, রাজ্যসভার সাংসদ এবং বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এই মুহূর্তে সভাপতির দৌড়ে সবচেয়ে এগিয়ে। সোমবার সন্ধ্যায় জাতীয় সভাপতি জেপি নাড্ডা নিজে দিল্লিতে শমীক এবং রবিশঙ্কর প্রসাদ-কে নিয়ে বৈঠক করেছেন। এই বৈঠকের পরই রাজ্য সভাপতি পদে শমীকের নাম নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ২০২১ সালের সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণ করেছিলেন দিলীপ ঘোষের উত্তরসূরি হিসেবে। ইতিমধ্যেই তিনি কেন্দ্রে প্রতিমন্ত্রী পদেও শপথ নিয়েছেন। কিন্তু বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির জেরে তাঁর রাজ্য সভাপতির পদে থাকা এখন সংকটে। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপি নেতৃত্ব মনে করছে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভাপতি পদে রদবদল আনাটা জরুরি।
বিজেপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (৩ জুলাই) মনোনয়ন জমা, যাচাই ও প্রত্যাহার পর্ব শেষ করে সন্ধ্যা ৬টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। একাধিক মনোনয়ন জমা পড়লে বৃহস্পতিবার দুপুরে ভোটগ্রহণ হবে এবং ফল ঘোষণা হবে দুপুর ১:৩০টায়। তবে বিজেপির একাধিক নেতার মতে, শমীক ভট্টাচার্যকে সর্বসম্মতিক্রমে রাজ্য সভাপতির দায়িত্বে আনার পরিকল্পনা রয়েছে শীর্ষ নেতৃত্বের। বিজেপির এক প্রবীণ নেতা জানিয়েছেন, “শমীক দা স্পষ্টবাদী, মিডিয়া-সচেতন এবং গোষ্ঠীদ্বন্দ্ব থেকে দূরে। তাই তিনিই হতে পারেন রাজ্য সভাপতি।”
রাজ্য সভাপতি পদে অগ্নিমিত্রা পালের নাম নিয়েও কিছুটা গুঞ্জন শোনা গিয়েছিল। দলের একটা অংশের দাবি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নিজে অগ্নিমিত্রার নাম প্রস্তাব করেছিলেন। তবে দলের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে অগ্নিমিত্রা এবং জ্যোতির্ময় সিং মাহাতো এখনই রাজ্য সভাপতির মত গুরুদায়িত্ব সামলানোর জন্য যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ নন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শমীক ভট্টাচার্যকে সর্বসম্মত ভাবে রাজ্য সভাপতি পদে মনোনীত করলেও জনমানসে তার গ্রহণযোগ্যতা কতটা তা নিয়ে প্রশ্ন থাকছে। অন্যদিকে, মহারাষ্ট্রের উদাহরণ তুলে কিছু বিজেপি নেতা মনে করছেন, শেষ মুহূর্তে সভাপতি পদের নাম বদল করে বড় চমক আনতে পারে শীর্ষ নেতৃত্ব। সব জল্পনার অবসান ঘটতে চলেছে আগামী ৩ জুলাই। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে নতুন সভাপতির নাম।