WB govt has added 13 new private hospitals under the health scheme: রাজ্য সরকারি কর্মীদের জন্য হেলথ স্কিম চালু রয়েছে। তবে এই হেলথ স্কিমের (Health Scheme) আওতায় এবার আরও বেশি হাসপাতালকে যুক্ত করল নবান্ন (Nabanna)। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত সরকারি কর্মচারীরা এ ব্যাপারে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল বারবার। অবশেষে চূড়ান্ত পদক্ষেপ নবান্নের।
রাজ্যের হেলথ স্কিমে আরও ১৩ টি বেসরকারি হাসপাতালকে যুক্ত করা হল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্যে সিলমোহর দিয়ে এই ১৩ নতুন হাসপাতালের মধ্যে ৭টিই বেছে নেওয়া হয়েছে উত্তরবঙ্গ থেকে। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের দুটি, আলিপুরদুয়ারের একটি, মালদার তিনটি এবং শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতাল রয়েছে এই তালিকায়।
উল্লেখ্য, এতদিন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় যে সমস্ত হাসপাতাল ও নার্সিংহোম ছিল তার বেশিরভাগই ছিল কলকাতা ও শহরতলির এলাকায়। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত সরকারি কর্মচারীরা হেলথ স্কিমের আওতায় চিকিৎসা করাতে চাইলে তাদেরকে সমস্যায় পড়তে হত। রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন বিশেষ করে উত্তরবঙ্গের সরকারি কর্মচারীদের একটি বড় অংশ উত্তরবঙ্গের জেলাগুলিতে হেলথ স্কিমের আওতায় নতুন আরও কয়েকটি হাসপাতাল যুক্ত করার দাবি ছিল দীর্ঘদিনের।
আরও পড়ুন- West Bengal News Live:বছর শেষে বাম্পার সুখবর! এক ধাক্কায় কলকাতায় সোনার দাম বেশ খানিকটা কমল
আরও পড়ুন- Tiger in Mukutmanipur: মুকুটমণিপুরের আশেপাশেই ঘুরছে বাঘিনী জিনাত, ভয়ে কাঁটা পর্যটকরা
আরও পড়ুন- Banglar Bari: বাংলার বাড়ি: কেউ 'কাটমানি' চাইলেই করুন এই কাজটি...মোক্ষম উদ্যোগ রাজ্যের!
সেই দাবিকে মান্যতা দিয়েই এবার উত্তরবঙ্গের নতুন সাতটি বেসরকারি হাসপাতালকে রাজ্যের হেলথ স্কিমের আওতায় আনা হল। রাজ্যের কর্মরত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা চিকিৎসা করানোর সুযোগ পান এই স্কিমের আওতায়। কর্মচারীরা তাঁদের নিজেদের জন্য ২ লক্ষ এবং পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ২ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা এই হেলথ স্কিমের আওতায় পেয়ে থাকেন।