/indian-express-bangla/media/media_files/2025/08/01/election-commission-of-india-publishes-draft-electoral-rolls-for-bihar-following-sir-2025-08-01-16-45-54.jpg)
বাংলায় SIR নিয়ে বিরাট পদক্ষেপ কমিশনের
SIR in Bengal: SIR নিয়ে বাংলা জুড়ে চলেছে জোর প্রস্তুতি। এবার বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগ নিয়ে বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে ওঠা একাধিক অভিযোগের প্রেক্ষিপ্তে রিপোর্ট তলব কমিশনের। আগামী সপ্তাহের মধ্যে জেলা শাসকদের রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন- বাংলায় রাষ্ট্রপতি শাসন? ডেডলাইন বেঁধে আগুনে হুঙ্কার শুভেন্দুর
এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার আগে নির্বাচন কমিশন (ECI) জেলা নির্বাচন কর্মকর্তাদের (District Election Officers) সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল। কমিশন জানিয়েছিল, প্যারা-টিচারদের (Para-Teachers) BLO হিসেবে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আগে থেকে কোনো প্যারা টিচার BLO হিসেবে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তবে কমিশন নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যোগ্য ব্যক্তিকে তার জায়গায় বসানো হবে।
আরও পড়ুন- উত্তরবঙ্গে ফের আক্রান্ত বিজেপি, দার্জিলিংয়ে সাংসদের উপর হামলার ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু
কমিশনের নির্দেশ অনুযায়ী, স্থায়ী রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য পরিচালিত স্কুলের স্থায়ী শিক্ষক যাদের প্রভিডেন্ট ফান্ড, পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে, তাদের প্রথম অগ্রাধিকার দেওয়া উচিত। শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে, যেখানে স্থায়ী সরকারি কর্মচারী বা শিক্ষক অন্যত্র নিয়োজিত থাকবেন, তখন চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীকে BLO হিসেবে নেওয়া যেতে পারে। তবে এর জন্য মুখ্য নির্বাচন অফিসারের কার্যালয়ের অনুমতি প্রয়োজন।
আরও পড়ুন- “আমার দরজা ওর জন্য আজও খোলা”, শোভনের প্রত্যাবর্তনে খুশির বাঁধ ভাঙল রত্না চট্টোপাধ্যায়ের
এদিকে যখন SIR নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি তখনই অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 'গুজরাট, রাজস্থান, অসমে অনুপ্রবেশ হয় না কারণ সেখানে বিজেপি সরকার আছে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ডে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকের জন্য স্বাগত জানানো হয়'। অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি বলেন, "পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে যাওয়ার পর এবং বিজেপি সরকার আসার পরে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশমুক্ত হবে"।